ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) লিগ পর্বে খেলা শেষ হয়েছে। ১২ দলের লিগ পর্বের শ্রেষ্ঠত্ব লড়াইয়ে ইতিমধ্যে সুপার লিগে জায়গা করে নিয়েছে ছয় দল। এবার শুরু হচ্ছে শীর্ষ ছয় দলের সুপার লিগের লড়াই।
শুক্রবার (১৮ জুন) বঙ্গবন্ধু ডিপিএলের সুপার লিগে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশিত সূচি অনুযায়ী, শনিবার (১৯ জুন) থেকে শুরু হবে সুপার লিগের খেলা।
সুপার লিগে প্রতিদিন তিনটি খেলা ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল, দুপুর এবং সন্ধ্যায়; সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। লিগ পর্বে খেলাগুলো স্যোশাল মিডিয়ার সরাসরি দেখানো হলেও সুপার লিগের সগুলো ম্যাচে দেশের দুটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচার করা হবে।
Dhaka Premier League (DPL) Super Six schedule... #dplt20 @BCBtigers pic.twitter.com/6L8Lp5liIe
— Sportsmail24.com (@sportsmail24) June 18, 2021
শীর্ষ ছয় দলের সুপার লিগের লড়াইয়ে প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং চার নম্বরে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্স।
জেনে নিন ডিপিএলের সুপার লিগে কবে-কখন কোন দলের খেলা
শনিবার (১৯ জুন) থেকে শুরু হওয়া সুপার লিগের খেলা শেষ হবে ২৫ জুন (শুক্রবার)। এর মধ্যে ২১ এবং ২৪ জনু (সোম এবং বৃহস্পতিবার) রেস্ট ডে রাখা হয়েছে।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]