বছরের অনেকটা সময় পেরিয়ে গেলেও ক্রিকেটাদের সাথে নতুন করে চুক্তি করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ পর্যন্ত ক্রিকেটাদের সাথে কেন্দ্রীয় চুক্তি করছে বোর্ড। যেখানে ক্রিকেটারদের বেতন ১০-২০ শতাংশ বাড়নো হচ্ছে।
বৃহস্পতিবার (১৭ জুন) বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়্যারম্যান আকরাম খান এ তথ্য জানিয়েছেন। দ্রুতই এ চুক্তি সম্পন্ন হবে বলেও জানিয়েছেন তিনি।
আকরাম খান জানান, ক্রিকেটাররা কোন ফরম্যাটে খেলবে তা জানার সাথে সাথেই চুক্তি করবে বিসিবি। এ নিয়ে নির্বাচকদের সাথে কথা হয়েছে।
তিনি বলেন, 'এ পরিস্থিতিতে অন্য বোর্ড খেলোয়াড় এবং স্টাফদের বেতন কমাচ্ছে। সেখানে আমি মাননীয় বোর্ড সভাপতিকে অনুরোধ করেছি ১০-২০ শতাংশ বেতন বাড়ানোর জন্য।'
ক্রিকেটাদের বেতন বাড়লেও সব ক্রিকেটাদের সমান বেতন বাড়ছে না বলে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়্যারম্যান।
তিনি বলেন, 'আমরা চিন্তা-ভাবনা করবো কার ক্ষেত্রে কি রকম বাড়বে। বেতন বাড়ান বিষয়ে মৌখিক অনুমোদন নিয়েছি। এটার জন্য সময় নিতে হবে।'
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]