ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সপ্তম রাউন্ডের আবাহনীর বিপক্ষে ম্যাচে মাঠে অসদাচরণের কারণে তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মাঠে ফিরে বলার মত কোনো রান করতে পারেননি সাকিব। আর মাঠে নেমেছিলেন সাধারণ খেলোয়াড় হিসেবে, মোহামেডানের অধিনায়কের দায়িত্ব পালন করছেন শুভাগত হোম।
শুক্রবার (১১ জুন) মিরপুরে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর সাথে ম্যাচে তখনকার মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান আম্পায়ারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্ট্যাম্প লাথি মারেন সাকিব। পরের ওভারেই স্ট্যাম্প তুলে আছাড় মারেন সাকিব আল হাসান। এ ঘটনায় নিষেধাজ্ঞা এবং জরিমানার কবলে পড়েন সাকিব আল হাসান।
সাকিব আল হাসানের অনুপস্থিতিতে মোহামেডানের অধিনায়ক হিসেবে শুভাগত হোমকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে মাঠে ফিরে সাকিব তার অধিনায়কত্বের দায়িত্ব পাননি। এ ম্যাচেও অধিনায়ক হিসেবে ছিলেন শুভাগত হোম।
সে নিষেধাজ্ঞার কাটিয়ে বৃহস্পতিবার (১৭ জুন) গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। তবে অন্যবারের তুলনায় এবার রাজকীয়ভাবে ফিরেননি সাকিব। ব্যাট হাতে ১৬ বলে ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন তিনি। ইনিংসে নেই কোনো বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি। এভাবেই ব্যর্থ হাতে ড্রেসিংরুমে ফিরেছেন সাকিব। এখন দেখার অপেক্ষা বল হাতে কোনো ঝলক দেখাতে পারেন কিনা সাকিব আল হাসান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]