ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগে সাকিব আল হাসানের খেলা-না খেলার শঙ্কার মাঝে এলো আরেক সংবাদ। লিগের ১১তম রাউন্ড শেষেই তামিম ইকবালের শেষ হয়ে গেছে ডিপিএল খেলা। ডান হাঁটুতে চোট পাওয়ায় তামিম ইকবালকে সুপার লিগে পাচ্ছে না প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুন) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে খেলা শেষে হোটেলের জৈব-সুরক্ষা বলয় ছেড়ে বাসায় ফিরে গেছেন তামিম ইকবাল। আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছে মেডিক্যাল বিভাগ।
ডিপিএলের সুপার লিগে তামিম আর খেলতে না পারলেও জিম্বাবুয়ে সফর নিয়ে তেমন কোন শঙ্কা নেই। চোট নিয়ে বাসায় ফেরা তামিম ইকবালের আশা, জিম্বাবুয়ে সফরের প্রথম টেস্টের আগেই সুস্থ হতে পারবেন তিনি।
তিনি বলেন, গত কয়েক ম্যাচে ডান হাঁটুর মিনিস্কাসে ব্যথা নিয়েই খেলেছি। এখন আর পারছি না, কঠিন হয়ে যাচ্ছে। ডাক্তার বিশ্রামে থাকতে বলেছেন। কয়েকদিন বিশ্রামে থাকার পর রিহ্যাব শুরু করবো।
২৯ জুন জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরের সূচি এখনও চূড়ান্ত না হলেও ৭ জুলাই থেকে টেস্ট দিয়ে শুরু হবে দু'দেশের লড়াই।
এদিকে, ডিপিএলের সুপার লিগে তামিম ইকবালের না খেলা নিশ্চিত হলেও সাকিব আল হাসানের বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে লিগ পর্বের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাঠে দেখা যাবে তাকে। নিষেধাজ্ঞার কারণে গত তিন ম্যাচে খেলতে পারেননি সাকিব আল হাসান।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]