সাব্বির রহমান, দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকা এ ক্রিকেটারের বিরুদ্ধে আবারও বিতর্ক সৃষ্টি হয়েছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তার বিরুদ্ধে বর্ণবাদ, অকথ্য ভাষায় গালি এবং ইট ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে। তবে, নিজের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন সাব্বির রহমান। অন্যদিকে, অভিযুক্ত সানির দাবি ঘটনা সত্য।
আন্তর্জাতিক গণমাধ্যমকে সানি বলেন, 'আমি ব্যাট করার সময় সাব্বির আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি তাকে জিজ্ঞেস করি, সে বুঝে এসব বলছে কিনা। কিন্তু তারপরও সে বলতেই থাকে। আমি তখন রেগে যায়। মাঠের আম্পায়ার এসে আমাদের আলাদা করে। এতকিছুর পরও সে আমাকে মাঠের বাইরে থেকে 'কালু' বলছিল।'
আরও পড়ুন: সাব্বিরের বিরুদ্ধে বর্ণবাদ ও ইট ছুঁড়ে মারার অভিযোগ
ইলিয়াস সানি আরও বলেন, 'আমরা যখন ফিল্ডিং করছিলাম, তখন রূপগঞ্জের বাস এসে থামে আমাদের মাঠের সামনে। সে আমাকে 'কালু, কালু' বলে উক্ত্যক্ত করতে থাকে। প্রথমে আমি কিছু বলি নি। এর কিছুক্ষণ পর সে আমাকে ইট ছুঁড়ে মারে। আমি ব্যাপারটি আম্পায়ারকে জানায়।'
এদিকে, নিজের বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন সাব্বির রহমান। স্থানীয় এক পত্রিকাকে তিনি বলেন, 'ইট ছোঁড়ার তো কোন প্রশ্নই আসে না। ইট ছোঁড়া কি এত সহজ নাকি? আর আমি এসব করতে যাব কেন? তিনি আমার সিনিয়র।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]