প্রায় দেড় যুগ পর ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট ইভেন্ট। এ ইভেন্টের জন্য তারিখ নির্ধারণ করেছে কমনওয়েলথ আয়োজক কমিটি। ক্রিকেট ইভেন্টের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বার্মিংহামের বিখ্যাত এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে। মঙ্গলবার (১৫ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে কমনওয়েলথ গেমসের আয়োজক কতৃপক্ষ।
আগামী ২০২২ সালের ২৯ জুলাই শুরু হবে কমনওয়েলথ গেমসের ক্রিকেট ইভেন্ট। আর ৭ আগস্ট স্বর্ণ পদকের লড়াই দিয়ে শেষ হবে ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসের ক্রিকেট ইভেন্ট। ২০২২ কমনওয়েলথ গেমসে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হবে ক্রিকেট ইভেন্ট। এর আগে ১৯৯৮ সালে কুয়ালালামপুর কমনওয়েলথ গেমসে ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। সেবার স্বর্ণপদক জয় করেছিল দক্ষিণ আফ্রিকা।
কমনওয়েলথ গেমসে স্বাগতিক ইংল্যান্ডের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান সরাসরি খেলবে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৯ নম্বরে থাকা বাংলাদেশ সরাসরি কমনওয়েলথ গেমসে খেলার সুযোগ পাচ্ছে।
কমনওয়েলথ গেমসে যেতে হলে সালমা-সুলতানাদের খেলতে হবে বাছাই পর্ব। বাছাই পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। বাছাই পর্ব থেকে মূল পর্বে যাবে একটি দল। আগামী ২০২২ সালের ৩১ জানুয়ারীর মধ্যে নির্ধারিত হবে কে পাচ্ছে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণের টিকিট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]