চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে যাবে ভারত। লঙ্কা সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। মূল সিরিজের আগে শ্রীলঙ্কা 'এ' দল কিংবা স্থানীয় কোন ক্লাবের সাথে প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল ভারত। তবে, ভারতেই সেই আহ্বানে সাড়া দেয়নি শ্রীলঙ্কা।
মূলত, করোনা পরিস্থিতি এবং বায়ো-বাবলের ব্যাপার থাকায় আপাতত বাইরে কোন দল বা ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজন সম্ভব নয় বলে শ্রীলঙ্কার পক্ষ থেকে জানানো হয়। ফলে, নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে প্রস্তুতি সারতে হবে ধাওয়ানদের।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদ মাধ্যম এএনআইকে বলেন, 'ভারতের ক্রিকেটাররা শ্রীলঙ্কা 'এ' দল কিংবা স্থানীয় কোন ক্লাবের প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছে পোষণ করে। কিন্তু করোনার কারণে তা সম্ভব হচ্ছে না। বিসিসিআইকে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলার অনুরোধ করা হয়েছে।'
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের সবগুলো ওয়ানডে এবং টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই আর ২৫ জুলাই টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ দিয়ে লঙ্কা সফর শেষ করবে টিম ইন্ডিয়া।
বিরাট কোহলি নেতৃত্বে মূল দল ইংল্যান্ডে থাকায় এ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওপেনার শিখর ধাওয়ান। এ সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]