বৃষ্টির বাধা পেরিয়ে ব্রাদার্সকে হারালো প্রাইম ব্যাংক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৯ এএম, ১৭ জুন ২০২১
বৃষ্টির বাধা পেরিয়ে ব্রাদার্সকে হারালো প্রাইম ব্যাংক

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের দশম রাউন্ডের ম্যাচ জিতে সুপার লিগ নিশ্চিত করলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বুধবার (১৬ জুন) হারায় ব্রাদার্সকে বৃষ্টি আইনে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে।

দু’দফা বৃষ্টির কারণে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক ও ব্রাদার্সের ম্যাচটি ১২ ওভারে নামিয়ে আনা হয়। সেখানে আগে ব্যাট করে বড় স্কোর করতে পারেনি ব্রাদার্স। ৩ উইকেটে ৭৪ রান তুলে তারা।

টি-টুয়েন্টি ফরম্যাটে ওয়ানডে মেজাজে খেলে দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন ওপেনার জুনায়েদ সিদ্দিকী। ২৮ বল খেলে ২টি চার মারেন তিনি। এছাড়া অধিনায়ক মিজানুর রহমান ১০ বলে ১৩, মাইশুকুর রহমান ১২ বলে অপরাজিত ১৫ ও আলাউদ্দিন বাবু ৫ বলে অপরাজিত ১৪ রান করেন। প্রাইম ব্যাংকের শরিফুল ইসলাম ২৪ রানে ২টি উইকেট নেন।

ম্যাচ জিততে বৃষ্টি আইনে ১২ ওভারে ৮৪ রানের টার্গেট পায় প্রাইম ব্যাংক। ওপেনার রনি তালুকদার খালি হাতে ফিরলেও তিন নম্বরে নামা অধিনায়ক এনামুল হক দ্রুত রান তুলেছেন। তবে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। ৮ বল খেলে ২টি চার ও ১টি ছক্কা মারেন এনামুল।

চতুর্থ উইকেটে ৩৭ বলে ৪৮ রানের জুটি গড়ে প্রাইম ব্যাংকের জয়ের পথ সহজ করে দেন তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন। তামিম ২৬ বলে ২৯ ও মিঠুন ২২ বলে ২৮ রান করেন। শেষ পর্যন্ত ২ বল বাকি রেখে প্রাইম ব্যাংকের জয় নিশ্চিত করেন রুবেল মিঞা ও অলক কাপালি। রুবেল ৪ ও কাপালি ৫ রানে অপরাজিত থাকেন। ব্রাদার্সের বাবু ১৯ রানে ৩ উইকেট নেন। ব্যাট হাতে অপরাজিত ১৪ রানও করেছেন তিনি। তাই ম্যাচ সেরাও হয়েছেন বাবু।

এ জয়ে ১০ খেলা শেষে ১৬ পয়েন্ট প্রাইম ব্যাংকের। সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট ব্র্রাদার্সের। এ অবস্থাতেও সুপার লিগে খেলার আশা বেঁচে আছে ব্রাদার্সের।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জয় পেল শেখ জামাল, ইমনের ৫ উইকেট

জয় পেল শেখ জামাল, ইমনের ৫ উইকেট

ডিপিএল এবার টিভিতে

ডিপিএল এবার টিভিতে

ভাগ্য খারাপ মোহামেডানের

ভাগ্য খারাপ মোহামেডানের

বৃষ্টি আইনে গাজী গ্রুপের ৯ উইকেটের জয়

বৃষ্টি আইনে গাজী গ্রুপের ৯ উইকেটের জয়