সাকিব-আম্পায়ার ইস্যুতে যা বললেন পাপন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ১৬ জুন ২০২১
সাকিব-আম্পায়ার ইস্যুতে যা বললেন পাপন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মিরপুরে আবাহনীর বিপক্ষে আলোচিত ঘটনার জন্ম দেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষেপে গিয়ে লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙেন সাকিব। পরের ওভারেই স্ট্যাম্প তুলে আছাড় মারেন তিনি। মাঠে সাকিবের এমন আচরণে শাস্তি দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি।

সাকিব এবং আম্পায়ারের ঘটনা নিয়ে মঙ্গলবার (১৫ জুন) অনুষ্ঠিত বোর্ড সভায় আলোচনা হয়েছে। তবে তদন্ত কমিটির প্রতিবেদন হাতে না পাওয়ায় এখনই আম্পায়ারদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, সাকিবের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 'আপনারা (সাংবাদিক) জানেন তদন্ত কমিটির রিপোর্ট এখনও না আসলেও ম্যাচে রেফারির সিদ্ধান্ত অনুযায়ী সাকিবকে শাস্তি দেওয়া হয়েছে।'

আরও পড়ুন> তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব, জরিমানা ৫ লাখ

সাকিব আল হাসানের ওই ঘটনার পর দেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন ওঠে। তবে ডিপিএলের ক্লাব, ক্লাবের অধিনায়ক এমনকি সংশ্লিষ্ট কারো কাছ থেকে কোন ধরনের লিখিত অভিযোগ পাননি বলে জানান বিসিবি সভাপতি।

পাপন বলেন, এখন পর্যন্ত একটা ক্লাব কিংবা অধিনায়ক কেউ ডিপিএলের আম্পায়ারিং নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই। বিভিন্ন ক্লাবের খেলোয়াড় এবং অধিনায়করা বলেছে তাদের দেখা এটা ওয়ান অফ দ্য বেস্ট টুর্নামেন্ট। আমরা তদন্ত কমিটির উপর অতিরিক্ত কিছু দায়িত্ব দিয়েছি। ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছে।'

আরও পড়ুন> মাঠে উত্তাপ ছড়ালেন সাকিব

তিনি আরও বলেন, ' ২০১৭ সালের পর থেকে আমাদের কাছে আম্পায়ারিং বিষয়ে কোনো অভিযোগ আসে নাই। বাইরের কে কি বললো তার থেকে বেশি জরুরি বিষয় টিম কি বললো। ডিপিএলে এইবার প্রথম,আমরা অভিযোগ না পেলেও তদন্ত কমিটি গঠন করেছি।'

আবাহনী-মোহামেডানের ম্যাচের ঘটনায় সাকিব আল হাসানকে ডিপিএলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ এবং পাঁচ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-মুশফিকদের উত্তরাধিকার পেতে ‘ছায়া জাতীয় দল’

তামিম-মুশফিকদের উত্তরাধিকার পেতে ‘ছায়া জাতীয় দল’

কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

৭ জুলাই বিসিবির এজিএম

৭ জুলাই বিসিবির এজিএম

বিশ্বকাপ আয়োজনে বিড করবে বাংলাদেশ

বিশ্বকাপ আয়োজনে বিড করবে বাংলাদেশ