চলতি বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৭ জুলাই (বুধবার) এজিএম করার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৫ জুন) বিসিবির প্রধান কার্যালয়ে কমিটির বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সভাপতিত্ব করেন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের (বিসিবি) এজিএম-এর তারিখটা আজ আমরা চূড়ান্ত করেছি। ৭ জুলাই ২০২১, আমার এই এজিএমটা করবো। সো, এজিএসের তারিখটা এখন চূড়ান্ত।’
এজিএমের তারিখ চূড়ান্ত ছাড়াও আগামী অর্থবছরের জন্য বিসিবির বাজেটও চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাপন বলেন, ‘আমাদেন বাৎসরিক যে বাজেটটা রয়েছে ২০২১-২২ অর্থবছরের জন্য, সেটার জন্য আজকে আমরা অনুমতি দিয়েছি। আমাদের কাছে যে প্রোপজাল এসেছিল সেটা দেখে বোর্ড অনুমোদন করেছে।’
বাজেটের পরিমাণ নিয়ে তিনি বলেন, ‘২৬০ কোটি টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।’
করোনাভাইরাসের কারণে ২০২০-২১ অর্থবছরের বাজেট সভা করেনি বিসিবি। এর আগে ২০১৯-২০ অর্থবছরে বিসিবির অনুমতি বাজেট ছিল ২৪৩ কোটি ৬১ লাখ টাকা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]