দ্রাবিড়ের বিষয়ে নিশ্চিত করলো বিসিসিআই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৪ এএম, ১৬ জুন ২০২১
দ্রাবিড়ের বিষয়ে নিশ্চিত করলো বিসিসিআই

শ্রীলঙ্কা সফরে ভারতের স্কোয়াড ঘোষণা করলেও এতদিন হেড কোচের ভূমিকায় কে থাকবেন তা জানায়নি দ্য বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। গুঞ্জন ছিল হেড কোচের ভূমিকায় থাকবেন রাহুল দ্রাবিড়। শেষ পর্যন্ত তাই হলো। শ্রীলঙ্কা সফরে রাহুল দ্রাবিড়কে হেড কোচের ভূমিকায় দেখা যাবে।

বিসিসিআইয়ের সচিব জয় শাহ রাহুল দ্রাবিড়ের কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শ্রীলঙ্কা সফরে ভারতের হেড কোচের দায়িত্ব পালন করবেন রাহুল দ্রাবিড়।

শ্রীলঙ্কার সফরে শিখর ধাওয়ানের নেতৃত্বে তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। মূল দল ইংল্যান্ড সফরে থাকায় দ্বিতীয় সারির দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত।

আরও পড়ুন>শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা

জাতীয় দলের কোচিং প্যানেলে দ্বিতীয় বারের মত যুক্ত হচ্ছেন রাহুল দ্রাবিড়। এর আগে ২০১৪ সালে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের ব্যাটিং কোচের ভূমিকায় কাজ করেছেন তিনি। এছাড়াও ভারত অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচের ভূমিকায় কাজ করেছেন রাহুল দ্রাবিড়।

চলতি বছরের জুলাইয়ের ১৩ থেকে ভারতের শ্রীলঙ্কা সফর শুরু হবে। এ সময়ে ভারতের মূলদল ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে। তাই বাধ্য হয়ে দ্বিতীয় সারির দল এবং নতুন কোচিং স্টাফ নিয়ে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারত।

ভারত 'এ' দল এবং অনূর্ধ্ব ১৯ দলকে কোচিং করানোর অভিজ্ঞতা থাকায় রাহুল দ্রাবিড়কে সীমিত ওভারে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও জাতীয় ক্রিকেট একাডেমির হেড কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

পন্টিংকে টপকানোর অপেক্ষায় কোহলি

পন্টিংকে টপকানোর অপেক্ষায় কোহলি

ডিপিএল সূচিতে পরিবর্তন, মিরপুরে আবারও জ্বলবে ফ্লাড লাইট

ডিপিএল সূচিতে পরিবর্তন, মিরপুরে আবারও জ্বলবে ফ্লাড লাইট

আই এম ফাইন : এরিকসন

আই এম ফাইন : এরিকসন

নিষিদ্ধ হওয়ার ভয়েই অশ্বিন ক্রিকেট থেকে দূরে ছিল: আজমল

নিষিদ্ধ হওয়ার ভয়েই অশ্বিন ক্রিকেট থেকে দূরে ছিল: আজমল