নিষিদ্ধ হওয়ার ভয়েই অশ্বিন ক্রিকেট থেকে দূরে ছিল: আজমল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ এএম, ১৬ জুন ২০২১
নিষিদ্ধ হওয়ার ভয়েই অশ্বিন ক্রিকেট থেকে দূরে ছিল: আজমল

ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আরো আগেই, তবে এবার আকস্মিক আলোচনায় পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল। মূলত রবিচন্দ্রন অশ্বিনকে নিয়ে মন্তব্য করেই তিনি আলোচনায় আসেন। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হওয়া আজমল মনে করেন, নিষিদ্ধ হওয়ার ভয়েই অশ্বিন ক্রিকেট থেকে সরে ছিলো।

আজমল অভিযোগ করেন যে, ক্রিকেট থেকে প্রায় ৬ মাস অশ্বিনকে দূরে রাখা হয়েছিল যেনো আইসিসি তাকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ করতে না পারে। আর এই সময়ের মধ্যে অশ্বিন তার বোলিং স্টাইলেও কিছুটা পরিবর্তন আনেন বলে অভিমত আজমলের।

আইসিসির নিয়ম অনুযায়ী ১৫ ডিগ্রির চেয়ে বেশি মাত্রায় হাত ভাঙলে সেটি অবৈধ। এই কারণে মূলত আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন আজমল। আজমল বলেন, 'আপনি নিয়ম পরিবর্তন এনেছেন কিন্তু কাউকে জিজ্ঞেস না করেই। আমি আট বছর ধরে ক্রিকেট খেলেছি, মনে হচ্ছে নিয়মগুলো তৈরি করা হয়েছে আমার জন্য।'

অশ্বিনের ব্যাপারে আজমল বলেন, 'সে সময় অশ্বিন প্রায় ছয় মাস ক্রিকেটের বাইরে ছিল। কিন্তু কেন? মূলত, তাকে নিয়ে যেনো কাজ করতে পারে (বোর্ড) এবং সে যেন নিষিদ্ধ না হয়ে যায় সেজন্য।'

আজমল আরও বলেন, 'পাকিস্তানের বোলাররা নিষিদ্ধ হলেও তাদের তেমন কিছু হয় না। তারা শুধু টাকা চিনে।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ

৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ

ডিপিএল এবার টিভিতে

ডিপিএল এবার টিভিতে

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের ১৫ সদস্য

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের ১৫ সদস্য

জিম্বাবুয়ে স্থগিত ক্রীড়াঙ্গন, শঙ্কায় বাংলাদেশের সফর

জিম্বাবুয়ে স্থগিত ক্রীড়াঙ্গন, শঙ্কায় বাংলাদেশের সফর