৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৫ জুন ২০২১
৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। প্রথমবারের মতো আয়োজিত এ চ্যাম্পিয়নশিপের মোট প্রাইজমানি ৩২ কোটি ২৩ লাখ টাকা (৩৮ লাখ ইউএস ডলার)। যেখানে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ টাকা (এক লাখ ইউএস ডলার)।

সোমবার (১৪ জুন) আইসিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। যেখানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপপে চ্যাম্পিয়ন-রানার্সআপসহ অংশগ্রহণকারী ৯ দলের জন্যই রয়েছে প্রাইজমানি।

ঘোষিত প্রাইজমানিতে চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় করা দল পাবে ১.৬ মিলিয়ন ইউএস ডলার এবং রানার্সআপ দল পাবে তাদের অর্ধেক; অর্থাৎ, ৮ লাখ ইউএস ডলার।

আরও পড়ুন> ড্রয়ে শেষ হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার পাঁচদিনের লড়াই

শুক্রবার (১৮ জুন) ইংল্যান্ডের সাদাম্পটনে শুরু হবে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেখানে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন-রানার্সআপ দল ছাড়া পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়া পাচ্ছে সাড়ে চার লাখ ইউএস ডলার। তবে এ ক্ষেত্রে পিছিয়ে গেছে ইংল্যান্ড।

চার নম্বরে থাকা দল ইংল্যান্ড পাবে সাড়ে তিন লাখ ইউএস ডলার। আর তালিকার পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের ঘরে উঠছে দুই লাখ ইউএস ডলার।

আরও পড়ুন> টেস্টে বিরল রেকর্ড তামিমের, যা সৃষ্টি হয়েছিল ১৩১ বছর আগে

চ্যাম্পিয়নশিপে এক থেকে পাঁচ নম্বরে থাকা দলের জন্য ভিন্ন ভিন্ন আকারে প্রাইজমানি থাকলেও বাকি চার দলের জন্য থাকছে সমান অংক। ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনো জয় না থাকলেও বাংলাদেশে বাকি তিন দল- ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সমান প্রাইজমানি পাচ্ছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্ভুক্ত ৭টি ম্যাচে ৬টিতেই হেরেছে বাংলাদেশ। শুধুমাত্র স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে ড্র করে ২০ পয়েন্ট অর্জন করেছিল মমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ টেস্ট দল।

চ্যাম্পিয়নশিপে বাংলাদেশসহ নীচের দিকে চার দল (ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ) প্রাইজমানি পাবে এক লাখ ইউএস ডলার করে। যা বাংলাদেশি টাকায় ৮৪ লাখ সাড়ে ৮১ হাজার টাকা।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিউজিল্যান্ডের দুর্দান্ত জয়

চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নিউজিল্যান্ডের দুর্দান্ত জয়

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ

চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরাসরি দেখতে পারছেন না গাঙ্গুলি

চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরাসরি দেখতে পারছেন না গাঙ্গুলি

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু

পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ভেন্যু