হাসান আলী-জয়াবিক্রমা টপকে সেরা ক্রিকেটার মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৬ এএম, ১৫ জুন ২০২১
হাসান আলী-জয়াবিক্রমা টপকে সেরা ক্রিকেটার মুশফিক

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-আইসিসির মে মাসের (২০২১) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ও ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তালিকায় থাকা পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রভীন জয়াবিক্রমাকে হারিয়ে সেরা নির্বাচিত হয়েছে তিনি।

সোমবার (১৪ জুন) আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের মে মাসে ঘরের মাঠে অনুষ্ঠিত লঙ্কানদের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে মে মাসে এক টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন মুশফিক। মুশফিকের ব্যাটে ভর করেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।  

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৮৪ রান, দ্বিতীয় ম্যাচে ১২৫ এবং শেষ ম্যাচে ২৮ রান করেছিলেন মুশফিক। তিন ম্যাচে লঙ্কানদের বিপক্ষে সেই সিরিজে ২৩৫ রান করেছিলেন তিনি। 

আইসিসির মে মাসের সেরা খেলোয়াড়ের খেতাব জয়ের পথে মুশফিকের প্রতিদ্বন্দ্বি ছিলেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার স্পিনার প্রভীন জয়াবিক্রমা। ভোটে তাদেরকে হারিয়ে সেরা নির্বাচিত হয়েছে মুশফিক।

মুশফিকের সেরা নির্বাচন এবং তার পারফরম্যান্স নিয়ে আইসিসি ভোটিং একাডেমির সদস্য ভিভিএস লক্ষ্মণ বলেছেন,`১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরেও মুশফিকের রান ক্ষুদা কমেনি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সে ব্যাট হাতে ধারাবাহিক ছিল।'

তিনি আরও বলেন, ‘তার ব্যাটে ভর করেই প্রথম বারের মতো ১৯৯৬ বিশ্বকাপ জয়ী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় করে বাংলাদেশ। দলের মিডল অর্ডারের মূল ব্যাটারের পাশাপাশি উইকেট কিপারের দায়িত্বও পালন করা প্রমাণ করে তার দক্ষতা এবং ফিটনেস কত সমৃদ্ধ।’  

স্পোর্টসমেইল২৪/আর এস/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শাইনপুকুরের জয়

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে শাইনপুকুরের জয়

ব্যাকপেইনে মাঠে নেই মোস্তাফিজ

ব্যাকপেইনে মাঠে নেই মোস্তাফিজ

ওল্ড ডিওএইচএসের বিপক্ষে প্রাইম ব্যাংকের সহজ জয়

ওল্ড ডিওএইচএসের বিপক্ষে প্রাইম ব্যাংকের সহজ জয়

সাকিবের সংবাদ সম্মেলন স্থগিত

সাকিবের সংবাদ সম্মেলন স্থগিত