ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সপ্তম রাউন্ডের পর মাঠে নেই কাটার মোস্তাফিজুর রহমান। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংকের এ পেসার অষ্টম এবং নবম রাউন্ডে খেলেনি। খোঁজ নিয়ে জানা গেছে, ব্যাকপেইনের ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজ, যার কারণেই খেলতে পারছেন না।
মোস্তাফিজের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছেন প্রাইম ব্যাংকের ম্যানেজার সিকদার আবুল হাসেম। ইনজুরির কারণে বিশ্রামে রয়েছেন ফিজ। অষ্টম এবং নবম রাউন্ডে খেলতে না পারলেও পরবর্তী ম্যাচগুলোতে মোস্তাফিজের খেলার বিষয়ে আশাবাদী প্রাইম ব্যাংক।
সিকদার আবুল হাসেম জানিয়েছেন, ‘মোস্তাফিজ ব্যাকপেইনে ভুগছেন। আপাতত তাকে বিশ্রামে রাখা হয়েছে। তবে আশা করছি, পরবর্তী রাউন্ড থেকে তিনি মাঠে ফিরবেন।’
মোস্তাফিজের ইনজুরি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন স্পোর্টস মেইলকে জানান, ‘ষষ্ঠ ম্যাচের পর ব্যথা অনুভব করছিলেন মোস্তাফিজ। তবে এখন আগের চেয়ে উন্নতি হয়েছে।’
পরের ম্যাচে মোস্তাফিজের খেলার বিষয়ে প্রাইম ব্যাংকের ম্যানেজার সিকদার আবুল হাসেম আশা প্রকাশ করলেও বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন তা নিশ্চিত করতে পারেননি। তিনি বলেন, ‘এটা এখনো বলা যাচ্ছে না। তবে তার (মোস্তাফিজ) অবস্থা আগের চেয়ে ভালো।’
বঙ্গবন্ধু ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে সাত ম্যাচে বল হাতে ১৩টি উইকেট শিকার করেছেন জাতীয় দলের এ কাটার মাস্টার।
এদিকে, ইনজুরির কারণে মোস্তাফিজ খেলতে না পারলেও ভালো অবস্থানে রয়েছে তার দল। নবম রাউন্ড শেষে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]