হঠাৎ করেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে সরিয়ে নিলেন ইসলামাবাদ ইউনাইটেডের পেসার হাসান আলি। ইতিমধ্যেই আরব আমিরাত ছেড়ে ফিরে গেছেন নিজ দেশ পাকিস্তানে। ইসলামাবাদ ইউনাইটেডকে দেয়া এক বার্তায় হাসান আলি জানান ব্যক্তিগত কারণেই তিনি পিএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ঠিক কি কারণে সরে দাঁড়ালেন তা স্পষ্ট খোলাসা না করলেও হাসান আলি জানান, পরিবারের চেয়ে কোন কিছু গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, ' ক্রিকেটের চেয়েও কিছু জিনিস গুরুত্বপূর্ণ। পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। আমার অবস্থান বোঝার জন্য আমি দলের নিকট কৃতজ্ঞ। পিএসএলের বাকি ম্যাচগুলোর জন্য শুভ কামনা।'
হাসান আলির আকস্মিক বিদায়ে কিছুটা বিপাকেই পড়বে ইসলামাবাদ ইউনাইটেড। ১০ উইকেট নিয়ে বেশ ভালো ফর্মেও ছিলেন তিনি। দলটির অধিনায়ক শাদাব খানও হাসান আলির সুরে জানান, কিছু সময় খেলার চেয়েও গুরুত্ববহন করে অন্যকিছু।
তিনি বলেন, ' এই মুহূর্তে হাসানের অবস্থানটা ঠিক কী, সেটা বুঝতে পারছি। পরিবারের গুরুত্ব সব সময়ে সবার আগে হওয়া উচিত। ওর না থাকাটা টিমের জন্য এবং টুর্নামেন্টের জন্য সব সময়ে বড় ক্ষতি। ক্রিকেটের থেকেও কিছু জিনিস গুরুত্বপূর্ণ।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]