আম্পায়ার বিতর্ক, বিসিবির তদন্ত কমিটি গঠন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৩ জুন ২০২১
আম্পায়ার বিতর্ক, বিসিবির তদন্ত কমিটি গঠন

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আম্পায়ারিং নিয়ে প্রশ্ন ওঠায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গঠিত কমিটি পরবর্তী বোর্ড সভার আগে প্রতিবেদন দাখিল করবে। সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিপিএলে বরাবরই একটি অভিযোগ ছিল পাতানো খেলার। এবারও সেটির ব্যতিক্রম হয়নি। তবে শুক্রবার (১১ জুন) মোহামেডান-আবাহনী খেলায় সাকিব আল হাসানের অপ্রিতীকর ঘটনায় বিষয়টি বড় ইস্যু হয়ে উঠেছে। ম্যাচে আম্পায়ারিং নিয় অসন্তোষ প্রকাশ করায় সাকিব আল হাসানকে শাস্তিও পেতে হয়েছে।

তবে আম্পায়ারের বিরুদ্ধে আঙুল উঠার বিষয়টি গুরুত্বের সাথে নিয়েছে বোর্ড। যার ফলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখতে বলেছেন। বিষয়টি নিশ্চিত করে ইনাম বলেন, ‘বোর্ড সভাপতি এটা নিয়ে ভাবছেন এবং পুরো বিষয় জানতে চেয়েছেন।’

খেলা চলাকালে সাকিব আল হাসানের এমন আচরণে সোশ্যাল মিডিয়ায় পক্ষে-বিপক্ষে ঝড় বইছে। যেখানে ক্রিকেটে ভক্তদের বেশিরভাগই ‘বাজে আম্পায়ারিং’য়ের দিকে আঙুল তুলছেন। কাজী ইনাম আরও জানান, ‘উনি (পাপন) এই ঘটনার মূল কারণ জানতে চান। ৩ দিন পর আমাদের বোর্ড মিটিং আছে। তার আগেই উনি তদন্ত করতে বলেছেন।’

জানা গেছে, তদন্ত কমিটিতে ৫ জনকে রাখা হয়েছে। যারা পরবর্তী বোর্ড সভার আগেই বিষয়টি খদিয়ে দেখে প্রতিবেদন জমা দিবেন।

৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে কাজী ইনাম ছাড়া বাকি চারজন হলেন- বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় ও শেখ সোহেল এবং বিসিবির প্রধান ম্যাচ রেফারি ও সাবেক ক্রিকেটার রকিবুল হাসান।

এদিকে, মাঠে আম্পায়ারের সাথে বাজে আচরণ করার অপরাধে সাকিব আল হাসানকে ৩ ম্যাচে জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর ফলে ডিপিএলে মোহামেডানের হয়ে পরবর্তী তিন ম্যাচে খেলতে পারবেন না সাকিব আল হাসান।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র চলছে : শিশির

সাকিবকে খলনায়ক বানানোর ষড়যন্ত্র চলছে : শিশির

অনুতপ্ত সাকিব, বললেন ভবিষ্যতে আর হবে না

অনুতপ্ত সাকিব, বললেন ভবিষ্যতে আর হবে না

সাকিবের ঔদ্ধত্যের দিনে মোহামেডানের জয়

সাকিবের ঔদ্ধত্যের দিনে মোহামেডানের জয়

মাঠে উত্তাপ ছড়ালেন সাকিব

মাঠে উত্তাপ ছড়ালেন সাকিব