মাঠে মেজাজ হারিয়ে লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙা ছাড়াও আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষিপ্ত সাকিব আল হাসান স্ট্যাম্প উপড়ে ফেলে আছাড় মেরেছিলেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) সাকিবের এমন অশোভন আচরণে শাস্তি নিশ্চিতই ছিল। অবশেষ সেটিই হচ্ছে। ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিবকে চার ম্যাচের নিষিদ্ধ হতে যাচ্ছেন।
নিষেধজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন সাকিবের ক্লাব মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি এখনো কোন আনুষ্ঠানিক বিবৃতি বা ঘোষণা দেয়নি।
শুক্রবার (১১ জুন) ডিপিএরের সপ্তম রাউন্ডে মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বি আবাহানী এবং মোহামেডান। ম্যাচে আবাহানীর বিপক্ষে ইনিংসের পঞ্চম ওভারে বল করছিলেন মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান।
নিজের করা ওভারের শেষ বলে এলবিডব্লূর আবেদনে আউট না পেয়ে মেজাজ হারিয়ে লাথি দিয়ে স্ট্যাম্প ভাঙেন সাকিব আল হাসান। এসময় আম্পায়ারের সাথে তর্কও করেন সাকিব।
এছাড়া ওই ঘটনার পাঁচ বল পর ‘বৃষ্টি নামলে’ আম্পায়ার খেলা বন্ধ করার ঘোষণা দেন। এতে আম্পায়ারের সামনে এসে স্ট্যাম্প উপড়ে ফেলে প্রতিবাদ করেন সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডারের এমন কর্মকাণ্ডে ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়। শুরু হয় পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]