বাংলাদেশ ক্রিকেটে বর্তমান সময়ে সবচেয়ে বিজ্ঞাপন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে বায়ো-বাবল ভাঙার পর মাঠে আম্পায়ারের সাথে অসৌজন্য আচরণে আবারও সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছেন তিনি। তবে বিশ্বসেরা এ টাইগার অলরাউন্ডারের বিপক্ষে ‘চক্রান্তের’ গন্ধ পাচ্ছেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুক্রবার (১১ জুন) আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের মেজাজ হারান সাকিব আল হাসান। নিজের করা বলে লেগ বিফোর উইকেটের (এলবিডব্লিউ) আবেদনে আম্পায়ার সাড়া না দেওয়া লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব।
বিষয়টি নিয়ে ম্যাচে বেশ উত্তেজনা ছড়ায়। অবশ্য এর পরের ওভারে ঘটে আরেকটি ঘটনা। ছয় ওভার পূর্ণ হতে এক বল বাকি থাকতে বৃষ্টির কারণে আম্পায়ার খেলা বন্ধ করলে আবারও মেজাজ হারান সাকিব। এবার তিনটি স্ট্যাম্পই তুলে মাটিতে আছড়ে ফেলেন তিনি। মাঠের মাজে সাকিবের এমন আচরণে সংবাদ মাধ্যমের শিরোনামে চলে আসেন।
আরও পড়ুন > ম্যাচ রেফারির রিপোর্টের পর সাকিবের বিষয়ে সিদ্ধান্ত
বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে চলছে নানা মত। পুরো ঘটানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। তবে এসবের মাঝে ভিন্ন কিছু খুজে পাচ্ছেন সাকিব পত্নী। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের দৃষ্টিতে, এসব ঘটনায় সাকিবকে খলনায়ক বানানোর চক্রান্ত চলছে।
স্বামী সাকিব আল হাসান দেশের মাঠে খেললেও স্ত্রী উম্মে আহমেদ শিশির রয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তিন সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। সাকিবের ওই ঘটনা নিয়ে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে কথা বলেছেন তিনি।
ফেসবুক পোস্টে শিশির লিখেন, ‘সংবাদমাধ্যমের মতো আমিও পুরো বিষয়টা খুব উপভোগ করছি। টিভিতেও কিছু খবর জানা গেল। যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।’
আরও পড়ুন> অনুতপ্ত সাকিব, বললেন ভবিষ্যতে আর হবে না
গণমাধ্যমের কিছু সংবাদে হতাশা প্রকাশও করেছেন তিনি। লিখেন, ‘যাই হোক, এখানে মূল বিষয়টা চাপা পড়ে যাচ্ছে। কারণ গণমাধ্যমে তার (সাকিব) দেখানো রাগের বিষয়টিই শুধু সামনে আসছে। পুরো ঘটনায় মূল বিষয়টা হলো আম্পায়ারদের নেওয়া ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো। কিন্তু শিরোনামগুলো সত্যিই হতাশাজনক।’
পুরো বিষয়টি নিয়ে স্বামী সাকিবের বিরুদ্ধ ষড়যন্ত্রে গন্ধ পাচ্ছেন শিশির। তার ধারণা, দীর্ঘদিন ধরেই সাকিব আল হাসানকে ‘খলনায়ক’ বানানোর চেষ্টা চলছে। শিশির বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। যা কি না দীর্ঘসময় ধরে চলে আসছে, যাতে যেকোনো পরিস্থিতিতে তাকে (সাকিব) খলনায়ক বানানো যায়।’
সর্বশেষ ক্রিকেট ভক্তদের সতর্ক থাকাও আহ্বানও জানিয়েছেন শিশির। তিনি বলেন, ‘আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন, তাহলে নিজের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকুন।’
স্পোর্টসমেইল২৪/আরএস
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]