বিজয়ের ফিফটিতে বড় জয় পেল প্রাইম ব্যাংক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৮ এএম, ১২ জুন ২০২১
বিজয়ের ফিফটিতে বড় জয় পেল প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ১০১ রানের বিশাল জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুরে আনামুল হক বিজয় এবং রনি তালুকদারের ব্যাটে ভর করে ১৬৯ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। জবাবে প্রাইম ব্যাংকের বোলারদের সামনে দাঁড়াতেই পারে নাই লিজেন্ডস অফ রূপগঞ্জের ব্যাটসম্যানরা। প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান আনামুল হক বিজয়।

মিরপুরে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লিজেন্ডস অফ রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলাম। টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। তামিমের বিদায়ের পর বড় জুটি গড়ে তোলেন ওপেনার রনি তালুকদার এবং অধিনায়ক আনামুল হক বিজয়।

তামিমের বিদায়ের পর খোলস ছেড়ে বের হয়ে মারমুখী ব্যাটিং শুরু করেন রনি তালুকদার। রূপগঞ্জের বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ৩১ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। রনির বিদায়ের পর মারমুখী হয়ে উঠেন অধিনায়ক বিজয়। দুই বছর বিরতির পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিফটি তুলে নেন বিজয়। শেষ পর্যন্ত ৪৬ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

রনি তালুকদারের বিদায়ের পর প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা ছিলেন যাওয়া আসার মধ্যে। এক প্রান্ত আগলে রেখে ১৬৯ রানের বড় পুজি পায় প্রাইম ব্যাংক। রূপগঞ্জের হয়ে মুক্তার আলি ২৮ রানে ৩ উইকেট শিকার করেন।

১৭০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে লিজেন্ড অফ রূপগঞ্জ। এরপর অধিনায়ক নাঈম ইসলাম এবং উইকেটরক্ষক জাকের আলি দলের হাল ধরার চেষ্টা করছিলেন। তবে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে পারেননি।

নাঈম ইসলামের বিদায়ের পর রূপগঞ্জের ব্যাটসম্যানরা ছিলেন প্যাভিলিয়নে ফেরার তাড়ায়। পেসার মোহাম্মদ শহীদ ১৩ এবং উইকেটরক্ষক জাকের আলির ১৬ রান ছাড়া কেউ বলার মত রান করতে পারেননি।

প্রাইম ব্যাংকের নাহিদুল তিন উইকেট এবং রুবেল হোসেন ও নাঈম হাসান দুইটি করে উইকেট শিকার করেন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন পেসার নাহিদুল ইসলাম।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দ্য হ্যান্ড্রেড থেকে ওয়ার্নার-স্টয়নিসের নাম প্রত্যাহার

দ্য হ্যান্ড্রেড থেকে ওয়ার্নার-স্টয়নিসের নাম প্রত্যাহার

শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা

শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ

ডিপিএলের আরও দুই রাউন্ডের সূচি প্রকাশ

ডিপিএলের আরও দুই রাউন্ডের সূচি প্রকাশ