দ্য হান্ড্রেড থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নার এবং মার্কোস স্টয়নিস। দ্য হান্ড্রেডের প্রথম আসরে সাউদার্ন ব্রেভের হয়ে খেলার কথা ছিল তাদের।
ক্রিকেটাদের ব্যস্ত আন্তর্জাতিক সূচি এবং কোয়েরেন্টাইন ঝামেলায় অনেক ক্রিকেটারই সাময়িক বিরতি নিচ্ছেন। ওয়ার্নার-স্টয়নিসের মত তারকারা নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়ায় দ্য হান্ড্রেড লিগ থেকে সরে যেতে পারেন আরও অনেকে ক্রিকেটার।
ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, 'ওয়ার্নার এবং স্টয়নিসের মত তারকা ক্রিকেটারদের হারানো কঠিন একটি বিষয়। করোনা পরিস্থিতির কারণে অনেক ক্রিকেটারের জন্যই দ্য হান্ড্রেডে অংশ নেওয়া কঠিন হবে।'
তারা আরও জানায়, ' সাউদার্ন ব্রেভ খুব শীঘ্রই বিদেশি ক্রিকেটার নিয়ে নিবে। আমরা চলতি গ্রীষ্মে দারুণ এক লিগ উপভোগ করবো।'
দ্য হান্ড্রেড লিগে কোনো ভারতীয় পুরুষ ক্রিকেটার না থাকলেও থাকছেন পাঁচ জন ভারতীয় নারী ক্রিকেটার। তারা হলেন শেফালি ভার্মা, হারমানপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা, জেমিমাহ রদ্রিগেজ এবং দীপ্তি শর্মা।
চলতি বছরের ২১ জুলাই থেকে শুরু হবে দ্য হান্ড্রেড ফ্রাঞ্চাইজি লিগ। দ্য হান্ড্রেডে প্রত্যেক ম্যাচ হবে ১০০ বলের। ইসিবি এ ম্যাচের জন্য আলাদা নিয়মকানুন তৈরি করেছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]