ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ৮ম এবং ৯ম রাউন্ডের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এর আগে তিন ধাপে সপ্তম রাউন্ড পর্যন্ত সূচি প্রকাশ করেছিল সিসিডিএম। দুইধাপে সূচি প্রকাশ করার কথা থাকলেও বৃষ্টির কারণে বিকেএসপিতে খেলা আয়োজন করা সম্ভব না হলে ২য় এবং ৩য় রাউন্ডের সব ম্যাচ মিরপুরে আয়োজন করা হয়েছিল।
সূচি অনুযায়ী শুক্রবার (১১ জুন) শেষ হচ্ছে ডিপিএলের ৭ম রাউন্ড। এরপর শনিবার (১৩ জুন) বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। এরপর রোববার (১৩ জুন) থেকে শুরু হবে ডিপিএলের ৮ম রাউন্ড।
পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেএসপির দুই ভেন্যু এবং মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনে দুইটি করে মোট ছয়টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
১৩ জুন,২০২১- সকাল ৯ টা
রূপগঞ্জ বনাম শেখ জামাল, বিকেএসপি-৩
প্রাইম দোলেশ্বর বনাম পারটেক্স, মিরপুর
মোহামেডান বনাম ওল্ড ডিওএইচএস, বিকেএসপি-৪
১৩ জুন,২০২১- দুপুর ১ টা ৩০ মিনিট
আবাহনী বনাম প্রাইম ব্যাংক, মিরপুর
শাইনপুকুর বনাম ব্রাদার্স, বিকেএসপি-৩
গাজী গ্রুপ বনাম খেলাঘর, বিকেএসপি-৪
১৪ জুন,২০২১- সকাল ৯ টায়
রূপগঞ্জ বনাম প্রাইম দোলেশ্বর, বিকেএসপি-৪
প্রাইম ব্যাংক বনাম ওল্ড ডিওএইচএস, বিকেএসপি-৩
শাইনপুকুর বনাম খেলাঘর, মিরপুর
১৪ জুন,২০২১- দুপুর ১ টা ৩০ মিনিট
আবাহনী বনাম শেখ জামাল, মিরপুর
মোহামেডান বনাম ব্রাদার্স ইউনিয়ন, বিকেএসপি-৪
গাজী গ্রুপ বনাম পারটেক্স, বিকেএসপি-৩