জিম্বাবুয়ে তামিম-রিয়াদদের কোয়ারেন্টাইন মাত্র একদিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ পিএম, ১০ জুন ২০২১
জিম্বাবুয়ে তামিম-রিয়াদদের কোয়ারেন্টাইন মাত্র একদিন

চলতি জুনেই টেস্ট-ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। করোনাকালীন সফররত ক্রিকেটারদের বাধ্যতামূলক ৩ দিনের কোয়ারেন্টাইন থাকলেও জিম্বাবুয়েতে ছাড় পাচ্ছেন তামিম-রিয়াদরা। দেশটিতে পৌঁছে মাত্র একদিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের।

প্রস্তুতি ম্যাচকে গুরুত্ব দিয়ে দুই দেশের বোর্ড সমঝোতার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিয়েছে যে, বাংলাদেশ দল জিম্বাবুয়ে পৌঁছে ১ দিনের কোয়ারেন্টাইন পালন করবে। ফলে, প্রস্তুতি ম্যাচ নিয়ে আর কোন সংশয় থাকলো না।

সূচি অনুযায়ী, বাংলাদেশ দল ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে। সেখানে পৌঁছে ১ দিনের কোয়ারেন্টাইন পালন করে ১ জুলাই থেকে দলগত অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল, নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, 'দলগত অনুশীলনের আগে জিম্বাবুয়ে পৌঁছে আমরা সেখানে ১ দিনের কোয়ারেন্টাইন পালন করব। এই সিরিজকে সামনে রেখে আমরা দেশে অনুশীলন করব কিনা তা এখনও চূড়ান্ত নয়। আমরা হেড কোচের সাথে এ ব্যাপারে কথা বলব।'

দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে বাংলাদেশ ১টি টেস্ট, ৩টি ওডিআই ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

জিম্বাবুয়ে-বাংলাদেশ সফর সূচি:

১ম টেস্ট:  জুলাই ৭-১১
১ম ওডিআইঃ জুলাই ১৬
২য় ওডিআই: জুলাই ১৮
৩য় ওডিআই: জুলাই ২০
১ম টি-টোয়েন্টি: জুলাই ২৩
২য় টি-টোয়েন্টি: জুলাই ২৫
৩য় টি-টোয়েন্টি: জুলাই ২৭

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বোর্ড সভায় বসছে বিসিবি, থাকবে যেসব ইস্যু

বোর্ড সভায় বসছে বিসিবি, থাকবে যেসব ইস্যু

মুশফিককে ভোট দিবেন যেভাবে

মুশফিককে ভোট দিবেন যেভাবে

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না উইলিয়ামসন

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না উইলিয়ামসন

বাংলাদেশে আসবেন না স্মিথ-ওয়ার্নারসহ ৮ অজি তারকা

বাংলাদেশে আসবেন না স্মিথ-ওয়ার্নারসহ ৮ অজি তারকা