পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ৬ষ্ঠ আসরের স্থগিত অংশের লড়াই শুরু হচ্ছে বুধবার (৯জুন)। পিএসএলের এবারের আসরের ধারাভাষ্যে থাকছেন একাধিক পরিচিত মুখ।
করোনাভাইরাস মহামারির কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে মাঝপথে স্থগিত করা হয় পিএসএলের ৬ষ্ঠ আসর। অবশেষে মাঠে গড়াচ্ছে পিএসএলের বাকি অংশ। এ অংশে অনেক তারকা ক্রিকেটার।
তারকা ক্রিকেটারের পাশাপাশি খেলার ধারাভাষ্যের জন্যও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আন্তর্জাতিক খ্যাতিমান তারকা ধারাভাষ্যকারদের এনেছেন। এদের মধ্যে অন্যতম হলেন রমিজ রাজা, জেপি ডুমিনি, পমি বাঙ্গওয়া, ডেভিড গাওয়ার এবং গ্রান্ট ইলিয়ট।
???? Announcing the Announcers ????
— PakistanSuperLeague (@thePSLt20) June 9, 2021
Meet our commentators, experts and presenters for the #HBLPSL6 Abu Dhabi leg!
Action commences in a few hours #MatchDikhao pic.twitter.com/QJZyQTTUqT
এছাড়াও ম্যাচ শুরু এবং শেষের পর বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করবেন সানা মির, তারিক সাঈদ এবং জয়নব আব্বাস।
আবুধাবির পিএসএলের দ্বিতীয় অংশের জন্য ধারাভাষ্য কক্ষে দর্শকদের কথা বিবেচনায় তারা হাট বসিয়েছে পিসিবি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]