সবকিছু ঠিক থাকলে ১৫ জুন (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিটিং হওয়ার কথা রয়েছে। এবারের মিটিংটা একটু বেশিই গুরুত্বপূর্ণ। কারণ এবারের মিটিংয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।
বিসিবির এবারের সভায় মূল আলোচ্য বিষয় হিসেবে থাকতে পারে বিশ্বকাপের আয়োজক হওয়ার ব্যাপারটি। বেশ কিছুদিন ধরেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে ২০২৭ বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহী। যদিও বিসিবি থেকে এখনও কেউ এ ব্যাপারে কিছু বলেনি, তবে বোর্ড সভার পর হয়তো এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে।
বিসিবির আসন্ন এই সভায় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির ব্যাপারটিও চূড়ান্ত হতে পারে। ক্রিকেটারদের পাশাপাশি কোচিংস্টাফে ব্যাটিং ও স্পিন বোলিং কোচ নিয়োগের বিষয়ের ব্যাপারেও আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
টিম স্পন্সর ও ব্রডকাস্ট পার্টনারদের ব্যাপারেও আলোচনা হবে উক্ত সভায়। তাছাড়া আলোচনা হতে পারে জাতীয় দলের নির্বাচক প্যানেল নিয়েও। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।
এদিকে, মঙ্গলবার (৮ জুন) ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সভায় দেশের ক্রিকেটের উন্নয়ন সহ স্টেডিয়ামগুলোর আরও কিভাবে উন্নতি করা যায় সে সব বিষয়ে কথা হয়।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]