রবিনসনের পাশে দাঁড়ালো ব্রিটিশ প্রধানমন্ত্রী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:১৪ পিএম, ০৯ জুন ২০২১
রবিনসনের পাশে দাঁড়ালো ব্রিটিশ প্রধানমন্ত্রী

৮, ৯ বছরের পুরনো টুইটে কপাল পুড়লো রবিনসনের। ২০১২ ও ২০১৩ সালে বর্ণবাদী ও যৌনতাবাদী টুইট করেন তিনি। সেই পুরনো টুইট আবার সবার সামনে চলে আসায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় রবিনসনকে। তার এই নিষেধাজ্ঞা নিয়ে সামাজিক গণমাধ্যমে চলছে নানা তর্ক-বিতর্ক। তবে রবিনসনের জন্য সুখবর হলো এই যে, তার পাশে দাঁড়ানোর আভাস দিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড রবিনসনকে সাময়িক নিষিদ্ধ করার পর ব্যাপারটি নিয়ে টুইট করেন ব্রিটিনের কালচারাল সেক্রেটারি ওলিভার ডওডন। সেখানে তিনি লিখেন, রবিনসন যখন টুইটটি করে তখন সে ছিল টিনেজার। তাছাড়া সে তার ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছে। তাই ইসিবিকে তার ব্যাপারে নেয়া সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার অনুরোধ জানান।

কালচারাল সেক্রেটারির টুইটকে সমর্থন করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দফতরের অফিসিয়াল মুখপাত্র জানান, তারা ওলিভার ডওডনের টুইটকে সমর্থন করছেন। ডওডন যেটা উল্লেখ করে যে, রবিনসন এর টুইটটি প্রায় এক দশক আগের যখন সে একজন টিনেজার ছিল মাত্র এবং সে নিজের ভুল বুঝতেও পেরেছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী মূলত বুঝাতে চাচ্ছে যে, রবিনসন যখন টুইটটি করে সে কেবলই একজন টিনেজার বালক ছিল। নিজের এই ভুল স্বীকার করতে এবং ক্ষমা চাইতে দেরি করেননি রবিনসনও। প্রথমদিনের খেলার পর পুরনো টুইটের কারণে সংবাদ সম্মেলনে ক্ষমা চান রবিনসন। তিনি বলেছিলেন, 'আমি লজ্জিত। আমি স্পষ্ট করে বলতে চাই আমি বর্ণবাদী কিংবা যৌনতাবাদী নই।'

নিজের অভিষেক ম্যাচে অবশ্য রঙ্গিন ই ছিলেন তিনি। ১০১ রান দিয়ে শিকার করেছিলেন ৭ উইকেট। সাথে ব্যাট হাতে সংগ্রহ করেন ৪২ রান।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ অফিশিয়ালদের দায়িত্বে যারা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ অফিশিয়ালদের দায়িত্বে যারা

প্রাইম ব্যাংক, ব্রাদার্স ও রূপগঞ্জের সহজ জয়

প্রাইম ব্যাংক, ব্রাদার্স ও রূপগঞ্জের সহজ জয়

হুমকিতে কুপোকাত ম্যাথুজ-করুনারত্নেরা, চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফর

হুমকিতে কুপোকাত ম্যাথুজ-করুনারত্নেরা, চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফর

খেলাঘরের বিপক্ষে ওল্ড ডিওএইচএসের সহজ জয়

খেলাঘরের বিপক্ষে ওল্ড ডিওএইচএসের সহজ জয়