হুমকিতে কুপোকাত ম্যাথুজ-করুনারত্নেরা, চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ এএম, ০৯ জুন ২০২১
হুমকিতে কুপোকাত ম্যাথুজ-করুনারত্নেরা, চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফর

ফাইল ফটো

বোর্ডের সাথে ক্রিকেটারদের চুক্তি নিয়ে বেশ ঝামেলা চলছে শ্রীলঙ্কায়। ঝামেলার মাঝেই তুলনামূলক তরুণ দল নিয়ে বাংলাদেশ সফর করে গেছেন শ্রীলঙ্কা ক্রিকেট দল। এবার চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফরে যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেটাররা।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সম্প্রতি কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের বেতন কমিয়ে নতুন চুক্তির ঘোষণা দিয়েছে। এর প্রেক্ষিতে খেলোয়াড়রা চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়। এর মধ্যে ইংল্যান্ড সফরে না খেললে বোর্ডের পক্ষ থেকে খেলোয়াড়দের তিন বছরের নিষিদ্ধ করার হুমকিও দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সফর শেষ না হওয়া পর্যন্ত চুক্তি ছাড়াই খেলতে রাজি হয়েছেন খেলোয়াড়রা।

নতুন চুক্তি অনুযায়ী পারফরমেন্সের ভিত্তিতে চুক্তিবদ্ধ ২৪ খেলোয়াড়দের বেতন ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেয় বোর্ড। তবে শুরু থেকেই খেলোয়াড়দের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। নতুন নিয়মে দলের সিনিয়র খেলোয়াড়দের বেতন অনেক কমে যাবে। তবে উভয় পক্ষই আলোচনা চালিয়েও কোন সমাধানে আসতে পারেনি।

আরও পড়ুন> লঙ্কা বাধা পেরিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

বোর্ড সূত্রে জানা গেছে, চুক্তিতে স্বাক্ষর না করলে তিন বছরের নিষিদ্ধ হওয়ার করা হতে পারে -এমন হুমকির পর ২৪ সদস্যের দল ইংল্যান্ডের বিপক্ষে খেলতে রাজি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘খেলোয়াড়রা ইংল্যান্ড সফরে বোর্ডের শর্ত মেনে নিতে রাজি হয়েছে।’

ইংল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ শেষে দেনা-পাওনা ইস্যুটি আলোচনার মাধ্যমে সমাধানে উভয় পক্ষই রাজি হয়েছে। ওই কর্মকর্তা জানান, দেনা-পাওনা ইস্যুতে সফর বাতিল হলে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) এসএলসিকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে।

প্রস্তাবিত নতুন কাঠামোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ ও বর্তমান টেস্ট অধিনায়ক দিমুথ করুনারত্নে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের বায়ো-বাবল নিয়ে যা বললো শ্রীলঙ্কা

বাংলাদেশের বায়ো-বাবল নিয়ে যা বললো শ্রীলঙ্কা

বাংলাদেশে থেকে ফিরেই বোর্ডের সাথে বসবেন লঙ্কান ক্রিকেটাররা

বাংলাদেশে থেকে ফিরেই বোর্ডের সাথে বসবেন লঙ্কান ক্রিকেটাররা

বেতন কমানোয় প্রতিবাদ, অনিশ্চিত শ্রীলঙ্কা-ভারত সিরিজ

বেতন কমানোয় প্রতিবাদ, অনিশ্চিত শ্রীলঙ্কা-ভারত সিরিজ

দোষী সাব্যস্ত, শ্রীলঙ্কার নুয়ান জয়সা নিষিদ্ধ

দোষী সাব্যস্ত, শ্রীলঙ্কার নুয়ান জয়সা নিষিদ্ধ