বর্ণবিদ্বেষী মন্তব্য : নিষেধাজ্ঞার কবলে আরেক ইংলিশ ক্রিকেটার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ এএম, ০৯ জুন ২০২১
বর্ণবিদ্বেষী মন্তব্য : নিষেধাজ্ঞার কবলে আরেক ইংলিশ ক্রিকেটার

সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম এবং নারী বিদ্বেষী মন্তব্য করে দল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ইংলিশ ক্রিকেটার ওলি রবিনসন। সে তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরেক ইংলিশ ক্রিকেটার। কে নিষিদ্ধ হতে যাচ্ছে তা এখনও জানায়নি ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

ইংল্যান্ডের হয়ে অভিষেক টেস্টকে রাঙালেও ১৮ বছর বয়সে করা টুইটের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েছেন ওলি রবিনসন। দেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পাশাপাশি ক্ষমা চাওয়ার পরও মুক্তি পাননি তিনি। পেয়েছেন অনির্দিষ্ট সময়ের নিষেধাজ্ঞা।

প্রায় আট বছর আগে মুসলিম এবং নারী বিদ্বেষী টুইট করেছিলেন রবিনসন। সে সময়ে কাউন্টি ক্রিকেটে দ্বিতীয় বিভাগের দলে খেললেও নিষেধাজ্ঞা থেকে রেহাই পেলেন রবিনসন।

আট বছর আগের টুইটের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়ায় অনেকেই বিস্মিত হয়েছেন। তবে ইংলিশ ক্রিকেট বোর্ডের মতে একজন ক্রিকেটার নতুন প্রজন্মের জন্য আইডল। সে কোনোভাবেই বর্ণবাদী মানসিকতার হতে পারেননা। তাই রবিনসনের বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে ইসিবি।

ওলি রবিনসনের মতই আরেক ইংলিশ ক্রিকেটারের বর্ণবাদী টুইট ইসিবির চোখে পড়েছে। তিনি যখন টুইট করেন তখন তার বয়স ছিল ১৬ বছরের কম। তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে ইংল্যান্ড। যদিও সে ক্রিকেটারের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি ইসিবি।

ইসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘ইংল্যান্ডের একজন ক্রিকেটারের বর্ণবাদী পোস্ট আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিবো। সময় হলে সবকিছু জানানো হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ফিফার নিষেধাজ্ঞায় ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল

ফিফার নিষেধাজ্ঞায় ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গল

আইসিসির সেরার তালিকায় মুশফিক

আইসিসির সেরার তালিকায় মুশফিক

সেই সুনীল ছেত্রীর কাছেই হারলো বাংলাদেশ

সেই সুনীল ছেত্রীর কাছেই হারলো বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ অফিশিয়ালদের দায়িত্বে যারা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ অফিশিয়ালদের দায়িত্বে যারা