আইসিসির সেরার তালিকায় মুশফিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৪ এএম, ০৯ জুন ২০২১
আইসিসির সেরার তালিকায় মুশফিক

সম্প্রতি ব্যাট হাতে দারুণ সময় কাটছে মুশফিকের। তারই ফল হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্যা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। মে মাসের সেরা হওয়ার লড়াইয়ে মুশফিকের সঙ্গী রয়েছেন আরও দুই ক্রিকেটার।

মে মাসের শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে মুশফিক করেন ৮৪ রান, দ্বিতীয় ম্যাচে তার সংগ্রহ ছিল ১২৫ রান ও শেষ ম্যাচে মুশফিক করেন ২৮ রান। সব মিলিয়ে লংকানদের বিপক্ষে সেই সিরিজে ২৩৫ রান করে মুশফিক জায়গা করে নেন প্রাথমিক তালিকায়।

মে মাসের সেরা হওয়ার লড়াইয়ে তার সঙ্গে আছেন পাকিস্তানের হাসান আলি ও বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত খেলা শ্রীলঙ্কার প্রভিন জয়াবিক্রামা।

প্রভিন জয়াবিক্রামাও বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় এই স্পিনারের। টেস্ট অভিষেকেই দুই ইনিংসেই স্পর্শ করেন ৫ উইকেটের মাইলফলক। পাকিস্তানের হাসান আলি মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে হারের টেস্টে দারুণ সফল। প্রথম টেস্টের দুই ইনিংসেই নেন ৯ উইকেট। পরের টেস্টের ১ম ইনিংসে ২৭ রানে নেন ৫ উইকেট। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ অফিশিয়ালদের দায়িত্বে যারা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ম্যাচ অফিশিয়ালদের দায়িত্বে যারা

অবশেষে মাঠে নামতে পারছেন বোল্ট

অবশেষে মাঠে নামতে পারছেন বোল্ট

প্রাইম দোলেশ্বরের কাছে পরাস্ত সাকিবের মোহামেডান

প্রাইম দোলেশ্বরের কাছে পরাস্ত সাকিবের মোহামেডান

যুবরাজের দৃষ্টিতে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ভারত

যুবরাজের দৃষ্টিতে নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ভারত