কিছুদিন পরই মাঠে গড়াচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যকার সেই ফাইনাল নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। আলোচিত এই ফাইনাল ম্যাচে ম্যাচ অফিশিয়াল হিসেবে কারা দায়িত্ব পালন করবেন এবার সেই তালিকা প্রকাশ করলো আইসিস।
মঙ্গলবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস ব্রড। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড কেটেলবার্গ।
গুরুত্বপূর্ণ এই ফাইনালে চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে আ্যলেক্স হার্ফকে। এবং মূল দুই আম্পায়ারের দায়িত্ব পালন করবে রিচার্ড ইলিংওর্থ, মাইকেল গফ।
ফাইনালে অংশ নিতে ইতিমধ্যেই ইংল্যান্ড পৌঁছেছে ভারত দল। তবে সেখানে পৌঁছে তারা থাকছেন কোয়ারেন্টাইনে। যেখানে কিউই ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ নিয়ে।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]