নিজেদের মাটিতে জিম্বাবুয়ে কঠিন প্রতিপক্ষ : রাজ্জাক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ পিএম, ০৬ জুন ২০২১
নিজেদের মাটিতে জিম্বাবুয়ে কঠিন প্রতিপক্ষ : রাজ্জাক

ক্রিকেটারদের ব্যস্ততা যেন শেষই হচ্ছে না। বছরের শুরু থেকেই একের পর এক সিরিজ চলছে। তার উপর প্রতি সিরিজের আগে কোয়ারেন্টাইন মানা, বায়ো-বাবলে থাকা সব মিলিয়ে যেন ক্রিকেটারদের মাঝেও এক ঘেয়েমি চলে এসেছে। বিষয়টি অনুধাবন করেছে বিসিবিও। আসন্ন জিম্বাবুয়ে সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়ার কথা উঠলেও নির্বাচক আব্দুর রাজ্জাক জানান, নিজেদের মাটিতে জিম্বাবুয়ে কঠিন প্রতিপক্ষই।

ডিপিএল ক্রিকেট শেষ করেই ক্রিকেটারদের আবার উড়াল দিতে হবে জিম্বাবুয়েতে। একের পর এক ব্যস্ত শিডিউল, বায়ো-বাবল, কোয়ারেন্টাইন সব মিলিয়ে ক্রিকেটাররাও দম ফেলার সুযোগ পাচ্ছে না। ক্রিকেটারদের এমন অবস্থা অনুভব করতে পারছেন আব্দুর রাজ্জাকও।

তিনি বলেন, 'বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বায়ো-বাবলে থাকা। যারা জাতীয় দলের নিয়মিত মুখ তাদের কথা ভাবুন, তারা কতদিন ধরে বাইরে। এটা আসলেই কঠিন।'

বিশ্রাম ছাড়া এভাবে টানা ক্রিকেট খেললে খেলোয়াড়েরাও তাদের সেরাটা দিতে পারবে না বলে মনে করেন রাজ্জাক। সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়া যায় কিনা কিংবা জিম্বাবুয়ে সিরিজে পরিবারকে সাথে নেয়ার অনুমতি দেয়া যায় কিনা তা নিয়েও ভাববে বিসিবি, জানান নির্বাচক আব্দুর রাজ্জাক।

তবে, জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতে সিরিজটা বলেই ঝুঁকি নিতে চাচ্ছেন না রাজ্জাক। তিনি মনে করেন, ঘরের মাঠে জিম্বাবুয়েও কঠিন প্রতিপক্ষ। তাছাড়া, জিম্বাবুয়ের বিপক্ষে পরাজয় দেশের ক্রিকেটেও নেতিবাচক প্রভাব ফেলবে।

এ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, '‘প্রথমত জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে কখনো সহজ প্রতিপক্ষ না, বাংলাদেশের মাটিতে হলে বলতাম তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে কখনোই সহজ প্রতিপক্ষ না। আমি কোনোভাবেই এর সাথে একমত হব না।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 

 



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবের বিরুদ্ধে বায়ো-বাবল ভঙ্গের অভিযোগ

সাকিবের বিরুদ্ধে বায়ো-বাবল ভঙ্গের অভিযোগ

মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও জয়হীন প্রাইম ব্যাংক

মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও জয়হীন প্রাইম ব্যাংক

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ওমান

জুনিয়র সাকিবে ভর করে জিতলো আবাহনী

জুনিয়র সাকিবে ভর করে জিতলো আবাহনী