সাকিবের বিরুদ্ধে বায়ো-বাবল ভঙ্গের অভিযোগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৬ পিএম, ০৬ জুন ২০২১
সাকিবের বিরুদ্ধে বায়ো-বাবল ভঙ্গের অভিযোগ

চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বায়ো বাবল ভাঙার অভিযোগ উঠেছে মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসানের বিপক্ষে। সাকিবের বায়ো বাবল ভাঙার ঘটনা গণমাধ্যমের চোখে পড়লে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) নজরে এসেছে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এ বিষয়ে তারা তদন্ত করছে। তদন্ত শেষ হলে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।

ঘটনার শুরু শুক্রবার (৪ জুন), মোহামেডানের ঐচ্ছিক অনুশীলনের দিনে মিরপুরের ইনডোরে ব্যাটিং অনুশীলন করেন সাকিব আল হাসান। সেখানে মোহামেডানের দুই বোলারের সাথে কয়েকজন অপরিচিত নেট বোলারকে দেখা যায়। অপরিচিত নেট বোলারের সাথে ছিলেন এক বহিরাগত ব্যক্তি।

বিষয়টি গণমাধ্যমে নজরে এলে বহিরাগত ব্যক্তিকে ইনডোর থেকে বের করে দেয় নিরাপত্তারক্ষীরা। পরবর্তীতে জানা যায়, নেট বোলাররা সাকিবের ক্রিকেট একাডেমিতে এসেছিলেন। সবাই কোভিড টেস্ট শেষ বিসিবির ছায়া বায়োবাবলে ছিলেন।

তবে তাদের পাশাপাশি অপরিচিত এক ব্যক্তিকে দেওয়ায় বায়ো বাবল ইস্যু এবং নিরাপত্তার বিষয়ে বেশ প্রশ্ন উঠে। এ বিষয়ে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন জানিয়েছেন তারা এ বিষয়ে তদন্ত করছেন।

শনিবার (৫ জুন) সিসিডিএম সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিডিএম সভাপতি কাজী এনাম জানিয়েছেন, ‘আমরা এ ঘটনার কারণে হতাশ। সিসিডিএম ও বিসিবি উভয়ই বিষয়টা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। টুর্নামেন্টের সাথে জড়িত সবার স্বাস্থ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ করা আমাদের দায়িত্ব।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

চতুর্থ রাউন্ড থেকে ডিপিএল ফিরছে বিকেএসপিতে

চতুর্থ রাউন্ড থেকে ডিপিএল ফিরছে বিকেএসপিতে

কেন্দ্রীয় চুক্তিতে আসছেন সাকিব-তাসকিন

কেন্দ্রীয় চুক্তিতে আসছেন সাকিব-তাসকিন

দুই সিরিজের জন্য দল ঘোষণা পাকিস্তানের, সুযোগ পেল আজম

দুই সিরিজের জন্য দল ঘোষণা পাকিস্তানের, সুযোগ পেল আজম

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ওমান