মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও জয়হীন প্রাইম ব্যাংক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৬ জুন ২০২১
মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও জয়হীন প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে মিরপুরে মাঠে নেমেছিল মোহামেডান এবং প্রাইম ব্যাংক। কাটার মাস্টার মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ের পরও প্রাইম ব্যাংকের ২৭ রানের হার। প্রাইম ব্যাংকের হয়ে ২২ রানে ৫ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ আর মোহামেডানের হয়ে অর্ধ শতক করেছেন ওপেনার পারভেজ ইমন।

মিরপুরে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মাহমুদুল হাসান এবং পারভেজ ইমন। স্কোর বোর্ডে ৪০ রান যোগ করে মাহমুদুল হাসান ফেরত গেলেও ব্যাটিং ঝড় থামাননি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের ওপেনার ইমন।

ইমন ৩৮ বলে ৫০ রান করে ফেরত গেলেও শামসুর রহমান শুভ এবং সাকিবের ব্যাটে ভর করে ১৫০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় মোহামেডান। প্রাইম ব্যাংকের হয়ে মোস্তাফিজ ২২ রানে পাঁচ উইকেট শিকার করেন। এছাড়াও নাহিদুল ইসলাম ৪ ওভারে ১৬ রান দিয়ে ১ উইকেট শিকার করেন।

১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে প্রাইম ব্যাংক। স্কোর বোর্ডে ১০ রান তুলতেই ফিরে যান আনামুল হক বিজয়। এরপর রনি তালুকদার এবং তামিম ইকবাল কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও তা প্রাইম ব্যাংকের জয় ঠেকাতে যথেষ্ট ছিল না। মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর নাঈম হাসান এবং মনির হোসেন কিছুটা চেষ্টা করলেও তা শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

মোহামেডানের হয়ে তাসকিন আহমেদ এবং আবু জায়েদ রাহী ৩ টি করে উইকেট শিকার করেন। এছাড়াও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২ উইকেট শিকার করেন। প্রাইম ব্যাংকের হয়ে তামিম করেন ২০ রান। বল হাতে পাঁচ উইকেট শিকার করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন প্রাইম ব্যাংকের মোস্তাফিজুর রহমান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ওমান

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুর তালিকায় ওমান

কেন্দ্রীয় চুক্তিতে আসছেন সাকিব-তাসকিন

কেন্দ্রীয় চুক্তিতে আসছেন সাকিব-তাসকিন

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

চতুর্থ রাউন্ড থেকে ডিপিএল ফিরছে বিকেএসপিতে

চতুর্থ রাউন্ড থেকে ডিপিএল ফিরছে বিকেএসপিতে