মিরপুরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড। বৃষ্টি বাধায় ম্যাচ হয় ১১ ওভারের। তানজিম সাকিবের বোলিং তোপে ৯ উইকেটের বিশাল জয় পায় আবাহনী।
টসে জিতে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী কাপ্তান মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমে মিজানুর রহমান এবং জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে ভালোই শুরু করে ব্রাদার্স ইউনিয়ন। ৩৮ রানে উদ্বোধনী জুটি ভাঙেন তানজিম সাকিব।
মিজানুরের বিদায়ের পর স্কোর বোর্ডে ২ রান যোগ করতেই ফিরে যান ব্রাদার্সের দুই ব্যাটসম্যান মাইশুকুর রহমান এবং রাহাতুল ফেরদৌস। এরপর ১১ রান করতেই হারিয়ে বসে আরও দুই উইকেট। এবার প্যাভিলিয়নের পথ ধরেন ওপেনার জুনায়েদ এবং হাবিবুর রহমান।
শেষ পর্যন্ত আগের ম্যাচে হ্যাট্রিক করা আলাউদ্দিন বাবু এবং জাহিদুজ্জামানের ব্যাটে ভর করে নির্ধারিত ১১ ওভারে ১০১ রানের সংগ্রহ দাড় করায়। আবাহনীর হয়ে তানজিম সাকিব ৯ রানে ৩ উইকেট শিকার করেন। ব্রাদার্সের সেরা ব্যাটসম্যান ছিলেন উইকেটরক্ষক জাহিদুজ্জামান। তিনি দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন।
১০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৮ রানে প্যাভিলিয়নে পাড়ি জমান আবাহনীর ওপেনার মুনিম শাহরিয়ার। এরপর আর কোনো বিপদ হতে দেননি ওপেনার নাঈম শেখ এবং কাপ্তান মুশফিকুর রহিম। তাদের অপরাজিত ৬৪ রানের জুটিতে ভর করে ৭ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী।
আবাহনীর হয়ে নাঈম শেখ করেন ৩৬ রান এবং মুশফিক করেন ৩৭ রান। আবাহনীর একটি মাত্র উইকেট শিকার করেন ব্রাদার্সের হাবিবুর রহমান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]