দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন শাহাদাত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৭ এএম, ০৬ জুন ২০২১
দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরলেন শাহাদাত

নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ ১৮ মাস পর প্রতিযোগীতামূলক ক্রিকেটে ফিরলেন পেসার শাহাদাত হোসেন রাজীব। চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তৃতীয় রাউন্ডে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নেমেছেন তিনি।

ক্যারিয়ারজুড়ে একের পর বিতর্ক তৈরি করার কারণে ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়েছিলেন শাহাদাত হোসেন রাজীব। এছাড়াও গ্রহকর্মী নির্যাতনের মামলাতে জেলও যেতে হয়েছিল তাকে। এছাড়া ২০১৯ সালে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) চলাকালীন সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তুলেছিলেন তিনি। এ কারণে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা পান।

তবে মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে এ বছর শাহাদাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফিটনেস টেস্টে চমকও দেখিয়েছিলেন। কিন্তু করোনার কারণে এনসিএল স্থগিত হওয়ায় মাঠে ফিরতে পারেননি তিনি। তবে প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরেছেন তিনি।

শনিবার (৫ জুন) ওল্ড ডিওএইচএসের বিপক্ষে পারটেক্সের হয়ে মাঠে নামেন শাহাদাত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দুই ওভার বল ১৬ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি।

এক সময় বাংলাদেশ টেস্ট দলের অবিচ্ছেদ্দ্য অংশ ছিলেন শাহাদাত। সীমিত ওভারের ক্রিকেটেও খেলেছিলেন। তবে মাঠ এবং মাঠের বাইরের বিভিন্ন বিতর্কের সাথে জড়িয়ে নিজেকে দলের সাথে রাখতে পারেন নি। নীতিবাচক কারণে কয়েকবার খবরের শিরোনামও হয়েছিলেন।

এনসিএলের ২০১৯ সালের আসরে সতীর্থ ক্রিকেটারের গায়ে হাত তুলে পাঁচ বছরে জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন শাহাদাত। তবে তার মার অসুস্থতা এবং অর্থাভাবের কথা বিবেচনায় নিয়ে বিশেষ ক্ষমা ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

দুই সিরিজের জন্য দল ঘোষণা পাকিস্তানের, সুযোগ পেল আজম

দুই সিরিজের জন্য দল ঘোষণা পাকিস্তানের, সুযোগ পেল আজম

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

কেন্দ্রীয় চুক্তিতে আসছেন সাকিব-তাসকিন

কেন্দ্রীয় চুক্তিতে আসছেন সাকিব-তাসকিন

পারিশ্রমিক কাটা হচ্ছে সাকিব-মোস্তাফিজের

পারিশ্রমিক কাটা হচ্ছে সাকিব-মোস্তাফিজের