ভেট্টোরির সমান বেতন চান হেরাথ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৩ এএম, ০৫ জুন ২০২১
ভেট্টোরির সমান বেতন চান হেরাথ

বাংলাদেশ দলের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি। ১০০ দিন কাজ করার শর্তে চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সমঝোতার মাধ্যমে বিদায় নিয়েছেন তিনি। ভেট্টোরির পরিবর্তে কোচিং শিবিরে আসবে নতুন কোনো স্পিন বোলিং পরামর্শক। সে আলোচনায় এগিয়ে ছিলেন সাবেক লঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে রঙ্গনা হেরাথের কথা অনেকদূর এগিয়েছিল। তবে ভেট্টোরির মতো তিনিও পূর্ণ মেয়াদে কাজ করতে চাননা বরং দিন ভিত্তিক কাজ করতে আগ্রহী। সাথে বিসিবির কাছে দাবি ভেট্টোরির সমান পারিশ্রমিক।

ভেট্টোরিকে মোটা অঙ্কের বেতন দিয়ে রেখেছিল বিসিবি। সাথে তিনি ছিলেন কোচিং ক্যারিয়ারে অভিজ্ঞ। অপরদিকে রঙ্গনা হেরাথের কোচিং ক্যারিয়ারে নেই কোনো অভিজ্ঞতা। তাই হেরাথের আবদাব মেনে নিতে নারাজ বিসিবি। এ কারণে হেরাথের পরিবর্তে অন্য কাউকে আনার চেষ্টায় আছে বিসিবি।

আরও পড়ুন : কেন্দ্রীয় চুক্তিতে আসছেন সাকিব-তাসকিন

চলমান ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হলে বাংলাদেশের সামনে ব্যস্তসূচি। জিম্বাবুয়ে সফরের পর দেশে আসবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং পাকিস্তান। ঘরের মাঠে চারটি দ্বিপাক্ষিকের সিরিজে পর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়াও বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে দেশ আসবে শ্রীলঙ্কা।

এ ব্যস্তসূচির মধ্যে কোচ নিয়ে দেরি করতে চায় না বিসিবি। এ কারণেই আগামী বোর্ড সভাতেই নির্ধারণ হচ্ছে কে হবেন টাইগারদের স্পিন বোলিং পরামর্শক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শক্তিশালী আফগানকে রুখে দিল বাংলাদেশ

শক্তিশালী আফগানকে রুখে দিল বাংলাদেশ

সানচেজের গোলে আর্জেন্টিনাকে রুখে দিল চিলি

সানচেজের গোলে আর্জেন্টিনাকে রুখে দিল চিলি

অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন রশিদ খান

অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন রশিদ খান

সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ডি ভিলিয়ার্স : গাভাস্কার

সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ডি ভিলিয়ার্স : গাভাস্কার