অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন রশিদ খান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৫ এএম, ০৫ জুন ২০২১
অধিনায়কত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন রশিদ খান

মিউজিক্যাল চেয়ারের মত বদলাতে থাকে আফগানিস্তানের অধিনায়কত্ব। এক সময় আফগানিস্তান দলকে নেতৃত্ব দেওয়া রশিদ খানের উপর ভরসা রাখতে চেয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবে এ দায়িত্ব নিতে চাননি লেগ স্পিনার রশিদ খান।

সম্প্রতি আসগর আফগানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। ওয়ানডে এবং টেস্টের নেতৃত্বের ভার হাসমত উল্লাহ শাহিদির হাতে তুলে দিলেও টি-টোয়েন্টির দায়িত্ব এখনও কাউকে দেয়নি আফগান ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টির দায়িত্ব রশিদ খানকে দিতে চাইলেও তিনি অসম্মতি প্রকাশ করেন। এ কারণে তাকে এ দায়িত্ব দেওয়া সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে তাকে দেওয়া হয়েছে সহ অধিনায়কের দায়িত্ব।

সাবেক অধিনায়ককে সহ-অধিনায়কের দায়িত্বে দেখে অনেকেই বেশ অবাক হয়েছিলেন। তবে রশিদ জানিয়েছেন তিনি নিজেই ইচ্ছাকৃতভাবে এ দায়িত্ব নেননি।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘প্রয়োজনে অধিনায়ককে সাহায্য করবো। তবে আমি খেলোয়াড় হিসেবেই যথার্থ।’

জাতীয় দলের হয়ে নিজের পারফর্মেন্স সঠিক রাখার জন্য অধিনায়কত্বের অতিরিক্ত মাথায় নিতে চাননা রশিদ খান। দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে সঠিক বলে মনে করেন না তিনি।

রশিদ খান বলেন, ‘আমি খেলোয়াড় হিসেবে দলের জন্য পারফর্ম করতে চাই। অধিনায়কত্বের অতিরিক্ত চাপ আমি নিতে পারবো না। অধিনায়কত্ব আমার খেলায় প্রভাব ফেলতে পারে। তাই দলে আমি শুধু একজন খেলোয়াড় হিসেবে থাকতে চাই। এরপর বোর্ড বা নির্বাচকরা যা সিদ্ধান্ত নিবেন তাতে আমার সমর্থন আছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষেক ম্যাচে ১২৫ বছরের রেকর্ড ভাঙলেন কনওয়ে

অভিষেক ম্যাচে ১২৫ বছরের রেকর্ড ভাঙলেন কনওয়ে

সানচেজের গোলে আর্জেন্টিনাকে রুখে দিল চিলি

সানচেজের গোলে আর্জেন্টিনাকে রুখে দিল চিলি

ভারতের করোনা ভয়াবহতার কথা জানালেন ওয়ার্নার

ভারতের করোনা ভয়াবহতার কথা জানালেন ওয়ার্নার

পিএসএলের দিনক্ষণ চূড়ান্ত, ১৬ দিনে ২০ ম্যাচ

পিএসএলের দিনক্ষণ চূড়ান্ত, ১৬ দিনে ২০ ম্যাচ