হাথুরুর পর বাংলাদেশ ছাড়লেন হ্যালসলও

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২০ মার্চ ২০১৮
হাথুরুর পর বাংলাদেশ ছাড়লেন হ্যালসলও

জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসলের পদত্যাগ করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার পদত্যাগপত্র গ্রহণও করেছে। ফলে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে পর তার সহকারী রিচার্ড হ্যালসলের সঙ্গেও বাংলাদেশের ‘কোচ’ সম্পর্কের অধ্যায়ের আপাতত সমাপ্তি ঘটলো।

বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছন। বলেন, ‘রিচার্ড আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি যে পারিবারিক, বিশেষ করে তার অসুস্থ পিতার কাছে থাকা প্রয়োজন আমরা সেটা বুঝতে পারছি। তাই তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।’

বিসিবর এ কর্মকর্তা আরও বলেন, ‘বিগত চার বছর ধরে রিচার্ড বাংলাদেশ দলের ব্যবস্থাপনার ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন। তিনি জাতীয় দলের অনেক সফলতারও অংশ। বাংলাদেশ ক্রিকেট দলের জন্য তার এইসব সহযোগিতার জন্য বোর্ড তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতে তার শুভ কামনা করছে।’

অন্যদিকে এক বিবৃতিতে হ্যালসল বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে চমৎকার চারটি বছর কাটানোর সুযোগ দেয়ায় আমি বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি। কর্মক্ষেত্রে আমি বেশ কিছু ভালো সহকর্মী পেয়েছি, সেই সঙ্গে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করারও দারুন সুযোগ পেয়েছি।’

হ্যালসলের পদত্যাগের মধ্য দিয়ে সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সহকারীর বিদায়ও নিশ্চিত হলো। হাথুরুসিংহে থাকতে ফিল্ডিং কোচ থেকে সহকারী কোচ পদে উন্নীত হয়েছিলেন হ্যালসল। পরে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ছুটিতে গিয়েছিলেন তিনি।

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে হ্যালসলকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশকেই কোচ করে পাঠানো হয়েছিল।শ্রীলঙ্কার এ সফরে বাংলাদেশ দলের সঙ্গেও ছিলেন না হ্যালসল।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

হাথুরের পদত্যাগ : নিশ্চিত করলেন পাপন

অবশেষে স্বীকার করলেন হাথুরু

অবশেষে স্বীকার করলেন হাথুরু

‘নির্ভিক ক্রিকেট’ খেলায় রোহিতের মুখে বাংলাদেশের প্রসংশা

‘নির্ভিক ক্রিকেট’ খেলায় রোহিতের মুখে বাংলাদেশের প্রসংশা

র‌্যাংকিংয়ে সেরা দশে মোস্তাফিজ

র‌্যাংকিংয়ে সেরা দশে মোস্তাফিজ