সাকিব ব্যর্থতার পরও মোহামেডানের জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৮ এএম, ০৪ জুন ২০২১
সাকিব ব্যর্থতার পরও মোহামেডানের জয়

মিরপুরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৬ উইকেটে জয় পেয়েছে মোহামেডান। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যর্থতার পরও ১৪ বল হাতে রেখেই জয় পায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পারটেক্স স্পোর্টিং ক্লাব। দলীয় ১৮ রানের মাথায় সায়েম আলমকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান সাকিব আল হাসান।

ওপেনার সায়েম আলমের বিদায়ের পর আব্বাস মুসা এবং তাসামুল হকের ব্যাটে ঘুরে দাঁড়ায় পারটেক্স। দুইজন মিলে গড়ে তোলেন ৯৫ রানের জুটি। আব্বাস মুসার বিদায়ের পর যাওয়ার আসার মিছিলে যোগ দেন বাকিরা। এর ফলে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে পারটেক্স।

পারটেক্সের হয়ে আব্বাস মুসা করেন ৬৪ এবং তাসামুল হক করেন ৫৯ রান। মোহামেডানের হয়ে বল হাতে খরুচে বোলিং করে তাসকিন ২ উইকেট শিকার করেন। আর সাকিব এবং আবু জায়েদ রাহি একটি করে উইকেট শিকার করেন।

১৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে বিদায় নেন পারভেজ হোসেন ইমন। ইমনের বিদায়ের সাথেই প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান।

সাকিবের আউটের পর মাহমুদুল হাসান এবং শামসুর রহমানের ব্যাটে কিছুটা প্রতিরোধের চেষ্টা করে মোহামেডান। শামসুর রহমান শুভর বিদায়ের পর ইরফান শক্কুরের ব্যাটে ভর করে জয় নিশ্চিত করে মোহামেডান।

মোহামেডানের হয়ে বল হাতে ইরফান করেন ৫২ রান এবং মাহমুদুল হাসান করেন ৩৮ রান। আর পারটেক্সের হয়ে বল হাতে তিন উইকেট শিকার করেন তাসামুল হক।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রস্তাবিত বাজেটে ক্রীড়া ক্ষেত্রে হাজার কোটি টাকা

প্রস্তাবিত বাজেটে ক্রীড়া ক্ষেত্রে হাজার কোটি টাকা

ঘরোয়া টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের হ্যাট্রিকনামা

ঘরোয়া টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের হ্যাট্রিকনামা

দুই বছরের চুক্তিতে ইন্টারের দায়িত্বে ইনজাঘি

দুই বছরের চুক্তিতে ইন্টারের দায়িত্বে ইনজাঘি

সাইফউদ্দিন ঝড়ে উড়ে গেল ওল্ড ডিওএইচএস

সাইফউদ্দিন ঝড়ে উড়ে গেল ওল্ড ডিওএইচএস