অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগের দল সিডনি থান্ডার্সের দায়িত্ব নিচ্ছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ ট্রেভর বেইলিস। তিন বছরের চুক্তিতে সিডনির দায়িত্ব নিচ্ছেন তিনি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে বিশ্বকাপ জিতিয়েছিলেন বেইলিস।
ট্রেভর বেইলিসের আগে সিডনি থান্ডার্সের এ দায়িত্বে ছিলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার শেন বন্ড। পরিবারকে সময় দিবেন বলে সিডনি থান্ডার্সের দায়িত্ব ছেড়েছেন তিনি। তার স্থলাভিষিক্ত হয়েছেন ট্রেভর বেইলিস।
এবারই প্রথম বিগব্যাশে কাজ করছেন না ট্রেভর বেইলিস। এর আগে সিডনি শহরের আরেক দল সিডনি সিক্সার্সের দায়িত্বে ছিলেন তিনি। এখানে ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও সিডনি সিক্সার্সকে বিগব্যাশের প্রথম আসরে শিরোপা স্বাদ দিয়েছেলন তিনি।
ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দ্রাবাদের কোচের দায়িত্ব নিয়েছেন ট্রেভর বেলিস। বর্তমানেও এ লিগের দায়িত্বে আছেন তিনি। এবার অস্ট্রেলিয়ার ফ্রাঞ্চাইজি ক্রিকেটে কাজ করতে বেশ রোমাঞ্চিত বলে জানান বেইলিস।
ট্রেভর বেইলিস ছাড়াও বিগব্যাশে কোচের দায়িত্বে ফিরছেন ডেভিড সাকের। দুই বছরের জন্য মেলবোর্ন রেনিগেডসের দায়িত্ব নিচ্ছেন তিনি। এর আগে ২০১৫-১৬ সালে একই দলের দায়িত্বে ছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]