অ্যালিস্টার কুকের রেকর্ডে এবার ভাগ বসালের ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের জার্সিতে এতদিন সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ড ছিল কুকের। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে সাবেক সতীর্থের রেকর্ড ছুঁয়ে ফেলেন অ্যান্ডারসন।
২০১৮ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বাঁহাতি ওপেনার কুক। অবসর নেয়ার আগ পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ১৬১টি টেস্ট ম্যাচ খেলেছিলেন তিনি। কুকের সেই রেকর্ড ছুয়ে ফেলেন অ্যান্ডারসন।
কুকের প্রায় ৩ বছর আগে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের। কিন্তু ইনজুরি সহ নানা কারণে কিছু টেস্ট খেলতে পারেননি এই পেসার। ফলে, কুকের আগে অভিষেক হয়েও এতদিন পিছনেই ছিলেন কুকের। নিজের অভিষেক ম্যাচটা অবশ্য জয় দিয়েই শুরু করেছিল অ্যান্ডারসন।
অ্যান্ডারসন প্রথম পেসার হিসেবে ১৫০-এর বেশি টেস্ট ম্যাচ খেলার রেকর্ডেরও মালিক। সেই সঙ্গে ৬১৪টি উইকেট নিয়ে তিনি ইংল্যান্ডের জার্সিতে এই ফরম্যাটে সর্বোচ্চ উইকেটের মালিক এবং সবমিলিয়ে প্রথম পেসার হিসেবে ৬০০-এর বেশি উইকেটশিকারিও এই অ্যান্ডারসন।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]