লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ব্রাদার্স ইউনিয়নের পেসার আলাউদ্দিন বাবু। ইনিংসের শুরুতেই আজমির আহমেদের উইকেট নিয়ে শুভসূচনা করেন বাবু। আর শেষ দিকে এসে সোহাগ গাজী, নাবিল সামাদ ও মুক্তার আলীর উইকেট নিয়ে চলমান ডিপিএলের প্রথম হ্যাটট্রিক করেন বাবু।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে বাবুর বোলিং তোপে পড়ে ১১১ রানেই গুটিয়ে যায় লিজেন্ডস অফ রূপগঞ্জ। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় রূপগঞ্জ। তবে অধিনায়কের সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে পারেনি ব্যাটাররা।
রূপগঞ্জের অধিনায়ক নাঈম ইসলামের ২৮ বলে ৩৮ ও সাব্বির রহমানের ১৮ বলে ২৩ রানের উপর ভর করে ১৯.১ ওভারে ১১১ রানেই অল আউট হয়ে যায় তারা।
ব্রাদার্স ইউনিয়নের হয়ে হ্যাটট্রিক করেন পেসার আলাউদ্দিন বাবু। ১৭.৫ ওভারে প্রথম শিকার করেন মুক্তার আলীকে, এরপরের বলেই পরাস্ত করেন সোহাগ গাজীকে। ১৯তম ওভারে আবার বল করতে এসে প্রথম বলেই নাবিল সামাদের উইকেট নিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বাবু।
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]