শেষ ওভারে জয় পেল তামিমের প্রাইম ব্যাংক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫০ এএম, ০৩ জুন ২০২১
শেষ ওভারে জয় পেল তামিমের প্রাইম ব্যাংক

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দিনের শেষ ম্যাচে জয় পেয়েছে তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তারা শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লাভ করে। 

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় তামিমের প্রাইম ব্যাংক। নাঈম হাসান ও মনির হোসেনের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৯ রান করতে সক্ষম হয়। 

শাইনপুকুরের ব্যাটাররা শুরু থেকেই প্রাইম ব্যাংকের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে থাকে। শাইনপুকুরের অধিনায়ন তৌহিদ হৃদয় ২৫ বলে ২৯ এবং তানজিদ হাসানের ২৮ বলে ২১ রানের ধীরগতির ইনিংসে ১১৯ রানেই থেমে যায় তারা। প্রাইম ব্যাংকের নাঈম হাসান ৩টি ও মনির হোসেন ২টি উইকেট শিকার করেন। 

১২০ রানের জবাবে ব্যাট করতে নেমে ধীরগতির ব্যাটিং করে প্রাইম ব্যাংকও। তামিম ইকবালের ২৭ বলে ৩২ ও রনি তালুকদারের ১৫ বলে ২৬ রান দলকে ম্যাচে রাখে। 

শেষ দিকে নাঈম হাসানের ১৬ বলে ১৮ রানে ভর করে শেষ ওভারে ম্যাচ জিতে প্রাইম ব্যাংক। শাইনপুকুরের তানভির ইসলাম ১২ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন। 

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াদ-মমিনুলের ব্যাটে গাজী গ্রুপের জয়

রিয়াদ-মমিনুলের ব্যাটে গাজী গ্রুপের জয়

ফিরছে আইপিএল, ফিরছে দর্শক

ফিরছে আইপিএল, ফিরছে দর্শক

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

স্টিভেন স্মিথ, স্পিনার থেকে বিশ্বসেরা ব্যাটসম্যান

নেইমারকে কোপায় খেলতে না করলেন ব্রাজিলিয়ান সিনেটর

নেইমারকে কোপায় খেলতে না করলেন ব্রাজিলিয়ান সিনেটর