পাকিস্তানের ইংল্যান্ড যাত্রা ‘আটকে’ দিল পিএসএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ এএম, ০৩ জুন ২০২১
পাকিস্তানের ইংল্যান্ড যাত্রা ‘আটকে’ দিল পিএসএল

স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঠে গড়াচ্ছে সোমবার (৭ জুন) থেকে। মার্চে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্থগিত হওয়া টুর্নামেন্ট এবার মাঠে গড়াচ্ছে আবুধাবিতে। পিএসএলের ব্যস্ত সূচি আটকে দিল পাকিস্তান দলের ইংল্যান্ড যাত্রা।

নতুন সূচিতে টুর্নামেন্টের বাকি অংশ শুরু হবে আগামী ৭ জুন। ২৪ জুন আয়োজন করা হবে ফাইনাল। ১ জুন বিকেলে অনলাইনে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় পিসিবি। সেই সিদ্ধান্তের পর পিএসএলের প্রভাব পড়ল পাকিস্তান দলের ইংল্যান্ড সফরে। ২৩ জুনের পরিবর্তে আগামী ২৫ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবে পাকিস্তান ক্রিকেট দল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি জানায়, '২৩ জুনের পরিবর্তে ২৫ জুন ইংল্যান্ডের উদেশ্যে রওয়ানা দেবে পাকিস্তান দল।’ ইংল্যান্ড সফরে পাকিস্তান দল যাবে তিনভাগে। প্রত্যেক ধাপে সাতজন করে ক্রিকেটার থাকবেন। সফরে ইংল্যান্ডের সঙ্গে সীমিত ওভারের দুটি সিরিজ খেলবে পাকিস্তান। দুটো সিরিজই তিন ম্যাচের। আগামী ৮ জুলাই মাঠে গড়াবে সেই লড়াই।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টি-টোয়েন্টির জন্য মিসবাহ অচল: রমিজ রাজা

টি-টোয়েন্টির জন্য মিসবাহ অচল: রমিজ রাজা

খেলাঘরের টানা হার, প্রথম জয়ে প্রাইম দোলেশ্বর

খেলাঘরের টানা হার, প্রথম জয়ে প্রাইম দোলেশ্বর

ঢাকায় ৮ দিনে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

ঢাকায় ৮ দিনে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া

কিউইদের প্লেয়ার্স ক্যাপ জিতলেন জেমিসন

কিউইদের প্লেয়ার্স ক্যাপ জিতলেন জেমিসন