পাকিস্তান দল মানেই আলোচনা-সমালোচনা। নানা ভাবে পাকিস্তানি খেলোয়াড়েরা আলোচনায় থাকেই। এবার পাকিস্তান জাতীয় দলের কোচ মিসবাহকে খোঁচা মেরে আলোচনায় আসলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। রমিজ রাজা মনে করেন, টি-টোয়েন্টি দলের কোচ হিসেবে মিসবাহ অচল।
রমিজ রাজা মনে করেন, মিসবাহ সব সময় ডিফেন্সীভ খেলায় দলকে। ম্যাচ জিততে হলে কিংবা ফল নিজেদের পক্ষে আনতে হলে মাঝে মধ্যে ঝুঁকি এবং আগ্রাসী খেলতে হয় বলে অভিমত রমিজ রাজার।
তিনি বলেন, 'যদি আপনি হারার ভয় করেন, তবে শেষমেশ আপনাকে হারতেই হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে উন্নতি করতে হলে পাওয়ার হিটিং বিশেষজ্ঞ কোচ রাখতে হবে। মিসবাহকে টেস্টের জন্য কোচ হিসেবে রাখা যায়, তবে টি-টোয়েন্টিতে মিসবাহর পরিবর্তে অন্য কাউকে কোচ করা জরুরি।'
পাকিস্তান ক্রিকেট দলে একজন টিম ডিরেক্টরের প্রয়োজনীয়তা অনুভব করে রমিজ রাজা বলেন, 'পাকিস্তান ক্রিকেট দলে একজন টিম ডিরেক্টরের প্রয়োজন। কারণ ঘরোয়া ক্রিকেট, একাডেমি, জুনিয়র ক্রিকেটের মধ্যে সমন্বয় সাধন করতে না পারলে সামগ্রিকভাবে পাকিস্তানের ক্রিকেটের উন্নতি সম্ভব নয়।'
স্পোর্টসমেইল২৪/এমআরএইচ
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]