কিউইদের প্লেয়ার্স ক্যাপ জিতলেন জেমিসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৬ পিএম, ০২ জুন ২০২১
কিউইদের প্লেয়ার্স ক্যাপ জিতলেন জেমিসন

নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন কাইল জেমিসন। দেশটির ক্রিকেট বোর্ডের স্বীকৃত না পেলেও খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ভোটে নির্বাচিত এ খেতাবকে সর্বোচ্চ খেতাব হিসেবে ধরা হয়। যা ২০১২ সাল থেকে ‌‘প্লেয়ার্স ক্যাপ’ হিসেবে চলে আসছে।

নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সূত্রমতে, এই বছর ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। কিন্তু টেস্ট সংস্করণে পুরো বছর দারুণ পারফর্ম করায় জাতীয় দলের দুই সতীর্থ ডেভন কনওয়ে ও উইলিয়ামসনকে পেছনে ফেলেছেন ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসার।

ভারতের বিপক্ষে অভিষেক হওয়া কাইল জেমিসন ৬ টেস্টের ক্যারিয়ারে শিকার করেছেন ৩৬ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেছেন ৪৮ রানে ৬ উইকেট নিয়ে।

২০১২ সাল থেকেই নিয়মিত এই খেতাব দেয়া হয়। ২০১২ সালে সর্বপ্রথম এই খেতাব লাভ করেন ব্রেন্ডন ম্যাককালাম। তবে সর্বাধিক বার এই খেতাব লাভ করেন কেন উইলিয়ামসন। ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা তিনবার তিনি এই খেতাব অর্জন করেন।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নোর্তজে ও ইসমাইলের হাতে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব

নোর্তজে ও ইসমাইলের হাতে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব

বিশ্বকাপ সিদ্ধান্তে ভারতের কাঁধেই দায়িত্ব দিল আইসিসি

বিশ্বকাপ সিদ্ধান্তে ভারতের কাঁধেই দায়িত্ব দিল আইসিসি

চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরাসরি দেখতে পারছেন না গাঙ্গুলি

চ্যাম্পিয়নশিপের ফাইনাল সরাসরি দেখতে পারছেন না গাঙ্গুলি

সালমা-সুলতানাদের জন্য কোচ খুঁজছে বিসিবি

সালমা-সুলতানাদের জন্য কোচ খুঁজছে বিসিবি