স্কটল্যান্ডের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন ক্যাথরিন ব্রাইস। স্কটল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসি র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন ক্যাথরিন। এর আগে পুরুষ কিংবা নারী দলের কোনো স্কটিশ ক্রিকেটারই সেরা দশে জায়গা করে নিতে পারেননি।
সম্প্রতি বেলফাস্টে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের পর মঙ্গলবার (১ জুন) নতুন টি-টোয়েন্টি র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আয়ারল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজে ব্যাট বলে দলের সেরা পারফর্মার হওয়ার স্বীকৃতি পেয়েছেন ক্যাথরিন ব্রাইস।
আয়ারল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে হেরেছে স্কটল্যান্ড। স্কটিশরা সিরিজ হারলেও দুর্দান্ত ব্যাটিং এবং বোলিংয়ের পুরষ্কার স্বরুপ র্যাঙ্কিংয়ে এগিয়েছেন ক্যাথরিন ব্রাইস। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ক্যাথরিন ব্রাইস। ব্যাট হাতে করেছিলেন ৯৬ রান আর বল হাতে তুলে নিয়েছিলেন ৫ উইকেট।
এ দুর্দান্ত পারফর্মেন্সের পুরষ্কার স্বরুপ নারী টি-টোয়েন্টি ব্যাটার র্যাঙ্কিংয়ে সেরা দশে অবস্থান করছেন তিনি। র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন দশ নম্বরে। এছাড়াও টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে ৩৫ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৩১ নম্বরে।
২৩ বছর বয়সী ক্যাথরিন ব্রাইস সহযোগী দেশগুলোর গত দশকের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালে ডিসেম্বরে এ সন্মান অর্জন করেন তিনি।
এর আগে স্কটল্যান্ড নারী ক্রিকেট দলের ব্যক্তিগত সেরা র্যাঙ্কিং ছিল ১৪। ক্যাথরিন ব্রাইসের বোন সারাহ ব্রাইস এ কৃতিত্ব অর্জন করেন। তিনি ২০১৯ সালের আগস্টে নারী টি-টোয়েন্টি ব্যাটার র্যাঙ্কিংয়ে ছিলেন ১৪তম অবস্থানে।
স্কটল্যান্ড পুরুষ দলের এখন পর্যন্ত ব্যক্তিগত সেরা র্যাঙ্কিং ১৩। স্কটিশ স্পিনার মাজিদ হক ২০১৩ সালে টি-টোয়েন্টি বোলার র্যাঙ্কিংয়ে ১৩তম অবস্থানে ছিলেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর
[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]