ইংল্যান্ড সফরে প্রিয়তমাদের কাছেই পাচ্ছেন কোহলিরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৪ এএম, ০২ জুন ২০২১
ইংল্যান্ড সফরে প্রিয়তমাদের কাছেই পাচ্ছেন কোহলিরা

দীর্ঘ ইংল্যান্ড সফরে প্রিয়তমাদের নিয়ে যাওয়ার অনুমতি পেল ভারতের পুরুষ ও নারী ক্রিকেট দল। যুক্তরাজ্য সরকার মঙ্গলবার (১ জুন) এ অনুমতি প্রদান করে। শুধু ক্রিকেটাররাই নয়, দলের সাথে সফররত যে কেউই পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবে। ইতিমধ্যেই এমন খবরে স্বস্তিতে ক্রিকেটাররা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কোহলিরা। সব মিলিয়ে প্রায় ৪ মাস ইংল্যান্ডেই থাকতে হবে তাদের। অন্যদিকে, ইংল্যান্ডে ব্যস্ত সময় পার করবে ভারতের নারী ক্রিকেট দলও। নারীরা এক টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ইংলিশ নারী ক্রিকেটারদের বিরুদ্ধে ।

আরও পড়ুন: রেকর্ড পারিশ্রমিকে মোহামেডানে খেলছেন সাকিব

সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৩ জুন) বিশেষ বিমানে ইংল্যান্ডে যাবে ক্রিকেটাররা। সেখান থেকে তারা সরাসরি চলে যাবে সাউদাম্পটনে। তবে, সাউদাম্পটনে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। নারী দল সাউদাম্পটন থেকে ব্রিস্টলে চলে গেলেও কোহলিরা থেকে যাবেন সাউদাম্পটনেই।

বর্তমানে ভারতের নারী এবং পুরুষ উভয় দলই ভারতে কোয়ারেন্টাইন পালন করছে। ইংল্যান্ডে গিয়েও আবার তাদেরকে কোয়ারেন্টাইন পালন করতে হবে।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

পাল্টে গেল বঙ্গবন্ধু ডিপিএলের সূচি

পাল্টে গেল বঙ্গবন্ধু ডিপিএলের সূচি

নোর্তজে ও ইসমাইলের হাতে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব

নোর্তজে ও ইসমাইলের হাতে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব

রেকর্ড পারিশ্রমিকে মোহামেডানে খেলছেন সাকিব

রেকর্ড পারিশ্রমিকে মোহামেডানে খেলছেন সাকিব

‘প্রবাসী’ আইপিএলে অনুমতি পাবেন না সাকিব-মোস্তাফিজ

‘প্রবাসী’ আইপিএলে অনুমতি পাবেন না সাকিব-মোস্তাফিজ