টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০৯ এএম, ০২ জুন ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত

ক্রিকেট বিশ্বজুড়ে এখন একটি প্রশ্নই ঘুরছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হচ্ছে। ভারত নাকি আরব আমিরাত; কে হবে বিশ্বকাপের আয়োজক? এমন প্রশ্নের উত্তর খুঁজতে বৈঠকে বসছে ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে আসতে পারে করোনা মহামারির মাঝে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এক কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘মঙ্গলবার (১ জুন) আইসিসির বোর্ড মিটিং অনুষ্ঠিত হবে। সভায় অনেক বিষয় নিয়েই আলোচনা হবে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি বেশি গুরুত্ব পাবে।’

বিশ্বকাপের আয়োজক দেশ কে হবে তা নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

বিশ্বকাপ আয়োজনে ভারতীয় ক্রিকেট বোর্ড -বিসিসিআই  প্রস্তুত কি-না তাও জানতে চেয়েছে আইসিসি। তবে বিসিসিআই আইসিসির কাছে আরও সময় চেয়েছে।

করোনা সংক্রমণের কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে কি-না সে নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে বিসিসিআই ভারতেই বিশ্বকাপ আয়োজন করতে চাচ্ছে।

এদিকে, মঙ্গলবার (১ জুন) আইসিসির মিটিংয়ে যদি বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসে তাহলে অপেক্ষা বাড়তে পারে আরও কিছুদিন। তাকিয়ে থাকতে হবে আইসিসির বার্ষিক সাধারণ সভার দিকে।

চলতি বছরের ১৮ জুলাই অনুষ্ঠিত হবে আইসিসি সাধারণ সভা। তবে আসিসির সাধারণ সভার আগেই বিসিসিআই-এর আরও একটি বিশেষ সাধারণ সভা হওয়ার কথা রয়েছে। সেখানেও বিশ্বকাপ নিয়ে আসতে পারে সিদ্ধান্ত।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘সভাপতি সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইসিসির কাছে এক মাস সময় চাইছে। এছাড়া ভারতে বিশ্বকাপের আয়োজন করা সম্ভব কি-না এ বিষয়ে সরকারের সাথে আলোচনা করবেন।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

‘প্রবাসী’ আইপিএলে অনুমতি পাবেন না সাকিব-মোস্তাফিজ

‘প্রবাসী’ আইপিএলে অনুমতি পাবেন না সাকিব-মোস্তাফিজ

বঙ্গবন্ধু ডিপিএল দুইদিনের জন্য স্থগিত

বঙ্গবন্ধু ডিপিএল দুইদিনের জন্য স্থগিত

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা

পাকিস্তানে খেলতে না পারায় হতাশ উসমান খাজা

পাকিস্তানে খেলতে না পারায় হতাশ উসমান খাজা