আসগর আফগানকে সরিয়ে দিল আফগানিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০২ পিএম, ০১ জুন ২০২১
আসগর আফগানকে সরিয়ে দিল আফগানিস্তান

চলতি বছরে মার্চে অনুষ্ঠিত জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতা নিরুপণে কমিটি গঠন করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সে কমিটির তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো  আসগর আফগানকে। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে অধিনায়ক হিসেবে ব্যর্থ বলে ব্যাখ্যা দেওয়া হয়।

আসগর আফগান আফগানিস্তান দলকে টেস্ট এবং ওয়ানডেতে অধিনায়ক হিসেবে ছিলেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন রহমতউল্লাহ শাহিদী। আর শাহিদীর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন রহমত শাহ। সোমবার (৩১ মে) বোর্ড মিটিং শেষে এ তথ্য নিশ্চিত করেছে এসিবি।

এছাড়াও টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে রশিদ খানকে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসিবি। কিছুদিনের টি-টোয়েন্টি দলের অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে।

এসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আসগর আফগানকে অধিনায়ক হিসেবে সরানো হয়েছে মূলত জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থ হওয়ায়। নিরপেক্ষ তদন্ত কমিটির পর্যবেক্ষণের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারার মূল কারণ ছিল তার সিদ্ধান্ত নেওয়ার ভুল।’

২০১৯ বিশ্বকাপের আগ মুহূর্তে অধিনায়ক হিসেবে আসগর আফগানকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় গুলবাদিন নাইবকে। তবে বিশ্বকাপের পর আবারও তাকেই দায়িত্বে ফিরিয়ে আনে আফগানিস্তান।

আসগর আফগানের অধীনে আফগানিস্তান খেলেছে ৪ টেস্ট। এর মধ্যে ২ জয় এবং পরাজয়। আর ওয়ানডেতে ৫৯ ম্যাচের মধ্যে ৩৪ ম্যাচে জয় পেয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন আসগর আফগান।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভালো শুরু পর ‘দুর্ভাগ্যে’ কাটা আশরাফুল

ভালো শুরু পর ‘দুর্ভাগ্যে’ কাটা আশরাফুল

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে সাকিবদের জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ ওভারে সাকিবদের জয়

ব্যর্থ হলেই বাদ দেওয়ার পক্ষে নয় বাবর : শাদাব

ব্যর্থ হলেই বাদ দেওয়ার পক্ষে নয় বাবর : শাদাব

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা

আর্জেন্টিনা থেকে ব্রাজিলে সরে গেল কোপা আমেরিকা